COVID 19 Third Wave|| করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা শুরু! কেরলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১,৪৪৫
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Corona Spike for Onam: ২১ অগাস্ট ছিল 'ওনাম'। ২৫ অগাস্ট বুধবার নতুন কেরলে করোনা আক্রান্ত (fresh infections) হয়েছেন ৩১,৪৪৫ জন। মৃত্যু হয়েছে ২১৫ জনের।
advertisement
1/7

*দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জমায়েত যেভাবে দ্বিতীয় ঢেউকে চরমে পৌঁছে দিয়েছিল, ঠিক সেই পথে ফের এগোতে শুরু ভারত। তৃতীয় ঢেউ অগাস্টের শেষেই ভারতে আছড়ে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। সেই দিকেই পা বাড়ানো শুরু হল। ফাইল ছবি।
advertisement
2/7
*উৎসবের মরসুম আসছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবক্ষেত্রে তার প্রতিফলন প্রায় এই বললেই চলে। তার সাম্প্রতিক উদাহরণ কেরলের 'ওনাম'। ফাইল ছবি।
advertisement
3/7
*গত বছরেও ওনামের পর থেকে কেরলে সংক্রমণ বাড়তে শুরু করে, তা মাস খানেকের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে। এ বারেও সম্ভবত, তেমনই কিছু ঘটার ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা। ২১ অগাস্ট ছিল 'ওনাম'। ২৫ অগাস্ট বুধবার নতুন কেরলে করোনা আক্রান্ত (fresh infections) হয়েছেন ৩১,৪৪৫ জন। মৃত্যু হয়েছে ২১৫ জনের। ফাইল ছবি।
advertisement
4/7
*গত ৩ মাসে সংক্রমণে লাগাম পরানো সম্ভব হয়েছিল। ২০ মে একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০,৪৯১ জন। সেই রেকর্ড ভেঙে গেল বুধবার। তারসঙ্গে সঙ্গেই রাজ্যে টেস্ট পজেটিভিটি রেট (test positivity rate) পৌঁছে গিয়েছে ১৯ শতাংশে। ফাইল ছবি।
advertisement
5/7
*মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন ২৪,২৯৬ জন। ২৪ ঘণ্টার মধ্যে সেই মাত্রা ৩০ শতাংশ বৃদ্ধি পায়। তবে ে ঘটনা নতুন নয়। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের অনুমান ছিলই, ওনামের পরে রাজ্যে একধাক্কায় সংক্রমণ বাড়তে শুরু করবে। ২০ শতাংশ পর্যন্ত বাড়বে পজেটিভিটি রেট। কিন্তু সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে। ফাইল ছবি।
advertisement
6/7
*গত ২৪ ঘণ্টায় ১,৬৫,২৩৩ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। এতদিনে কেরলে ৩,০৬,১৯,০৪৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০,২৭১ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,৭০,২৯২। ফাইল ছবি।
advertisement
7/7
*WHO বিশেষজ্ঞ কমিটি যখন ২০২২ সালে করোনা অতিমারী শেষের ইঙ্গিত দিচ্ছে, সেই দিনেই কেরলে সংক্রমণের এমন বাড়বাড়ন্তে ফের চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালেই। ফাইল ছবি।