হাঁড়কাঁপানো ঠাণ্ডায় জুবুথুবু উপত্যকা, পহেলগাঁও-র তাপমাত্রা মাইনাস ৫.১ ডিগ্রি
Last Updated:
advertisement
1/5

রেকর্ড গড়ল শ্রীনগর ৷ হাঁড়কাঁপানো ঠাণ্ডায় কেঁপে উঠল উপত্যকা ৷ কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা উপত্যকা ৷ মঙ্গলবার রাতে কাশ্মীর উপত্যকায় তাপমাত্রার পারদ নামল মাইনাস ৩ ডিগ্রি-তে ৷ Pic courtesy- reuters
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদে কার্যত রেকর্ড গড়ল কাশ্মীর ৷ রাতের দিকে তাপমাত্রার পারদ নেমেছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াসে ৷ Photo Credit: Akash Misra
advertisement
3/5
গতকাল দক্ষিণ কাশ্মীরের সবথেকে শীতলতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে পহেলগাঁও ৷ গতকাল পহেলগাঁও-র তাপমাত্রা ছিল মাইনাস ৫.১ ডিগ্রি ৷ দক্ষিণ কাশ্মীরে গুলমার্গের তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ছিল মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ Photo Credit: Akash Misra
advertisement
4/5
উত্তর কাশ্মীরে কুপওয়ারা-তে তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস ৷ লেহ-তে তাপমাত্রা ছিল মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ কারগিলের তাপমাত্রা ছিল ১০.৯ ৷ Photo Credit: Akash Misra
advertisement
5/5
প্রসঙ্গত, এর আগে জম্মু-কাশ্মীরে সবথেকে শীতলতম শহর হিসেবে রেকর্ড গড়েছিল লেহ ৷ কিন্তু সেই রেকর্ড ভেঙে শীতলতম শহরের তকমা পেল পহেলগাঁও ৷ Photo Credit: Akash Misra