TRENDING:

'ওকে এখনই যদি বলি তোমাকে প্রয়োজন, চলে আসবে,' ভারতে উচ্ছ্বসিত কমলার মাসি-সহ গোটা পরিবার

Last Updated:
ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন কমলার নাম ঘোষণা করতেই রীতিমতো উচ্ছ্বসিত আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা৷ একই সঙ্গে খুশির হাওয়া ভারতে কমলার আত্মীয়দের মধ্যেও৷
advertisement
1/6
'ওকে এখনই যদি বলি তোমাকে প্রয়োজন, চলে আসবে,' ভারতে উচ্ছ্বসিত কমলার মাসি
মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য ইতিহাস সৃষ্টি করেছেন কমলা হ্যারিস৷ প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি৷ একই সঙ্গে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা, যিনি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী৷
advertisement
2/6
ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন কমলার নাম ঘোষণা করতেই রীতিমতো উচ্ছ্বসিত আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা৷ একই সঙ্গে খুশির হাওয়া ভারতে কমলার আত্মীয়দের মধ্যেও৷
advertisement
3/6
হ্যারিসের আফ্রিকা ও ভারত-- দুটি যোগই রয়েছে৷ তাঁর বাবা ডোনাল্ড হ্যারিস জামাইকান৷ মা শ্যামলা গোপালন ভারতীয়৷ তিনি দিল্লিতে হোম সায়েন্সে স্নাতক হওয়ার পরে আমেরিকা পাড়ি দেন উচ্চশিক্ষার জন্য৷
advertisement
4/6
কমলার মাসি সরলা গোপালন CNN-News18-কে জানালেন, কমলার খবরটা পেয়ে গোটা পরিবার উচ্ছ্বসিত৷ কমলা খুবই ভাল মেয়ে৷
advertisement
5/6
সরলা গোপালনের কথায়, 'গোটা পরিবার এতটাই উচ্ছ্বসিত ও খুশি, যে কী বলব! আমেরিকায় থাকে, আমার এক বন্ধু আজ ভোর ৪টেয় মেসেজ করে আমায় খবরটা দেয়৷ সেই থেকে আমরা আনন্দ করছি৷'
advertisement
6/6
কমলার কথা বলতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ সরলা৷ তাঁর কথায়, 'কমলা খুবই ভাল মানুষ৷ খুব দয়ালু৷ আমার নিজের বোনপো বলে বলছি না, আমি যদি এই মুহূর্তে ওকে কোনও মেসেজ পাঠিয়ে বলি, তোমাকে আমার খুব প্রয়োজন৷ ও কালই এখানে হাজির হয়ে যাবে৷ সবচেয়ে ভাল লাগে মানুষের প্রতি ওর ভালোবাসা৷'
বাংলা খবর/ছবি/দেশ/
'ওকে এখনই যদি বলি তোমাকে প্রয়োজন, চলে আসবে,' ভারতে উচ্ছ্বসিত কমলার মাসি-সহ গোটা পরিবার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল