Jyoti Malhotra told ISI: সুন্দরী ভ্লগার জ্যোতি আলি হাসানকে লিখেছিলেন 'পাকিস্তানে বিয়ে করব'! এই আলি কে জানেন? চাঞ্চল্যকর তথ্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Jyoti Malhotra told ISI: জ্যোতির সম্পর্কে এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন জ্যোতি মালহোত্রা। কাকে দিয়েছিলেন সেই বার্তা জানেন?
advertisement
1/11

সুন্দরী ট্রাভেল ভ্লগার, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার। চ্যানেলের নাম 'ট্রাভেল উইথ জো'। মালকিন জ্যোতি রানি মালহোত্রা। আর সেই সুন্দর মুখের আড়ালেই পাকিস্তানতে তথ্য পাচার?
advertisement
2/11
জ্যোতির সম্পর্কে এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন জ্যোতি মালহোত্রা। এর জন্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ‘হ্যান্ডলার’-এর কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি।
advertisement
3/11
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতির হোয়াটস্অ্যাপ চ্যাট ঘেঁটে এমনই তথ্য মিলেছে বলে খবর তদন্তকারীদের একটি সূত্রে।
advertisement
4/11
পুলিশের ওই সূত্রের দাবি, আলি হাসান নামে এক যুবকের সঙ্গে হোয়াটস্অ্যাপে প্রায়ই কথা বলতেন জ্যোতি। এই আলি আইএসআই-এর গুপ্তচর বলে দাবি তদন্তকারীদের সূত্রের।
advertisement
5/11
ওই সূত্রের বক্তব্য, দু’জনের মধ্যে অনেক কথা হত। তার মধ্যেই এক বার হাসানের কাছে সাহায্য চেয়ে জ্যোতি লিখেছিলেন, ‘‘গেট মি ম্যারেড ইন পাকিস্তান!’’
advertisement
6/11
অর্থাৎ ‘আমি পাকিস্তানে বিয়ে করতে চাই’। তদন্তকারীদের সূত্রের মত, এর থেকেই বোঝা যায়, পাকিস্তানের সঙ্গে জ্যোতির এক ধরনের আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল।
advertisement
7/11
জানা গিয়েছে, অন্তত দু থেকে তিনবার পাকিস্তানে গিয়েছিলেন। প্রথম বার গিয়েছিলেন ২০২৩ সালে। দ্বিতীয় বার গিয়েছিলেন পহেলগাঁও কাণ্ডের ঠিক আগে আগে।
advertisement
8/11
ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে।
advertisement
9/11
কিন্তু প্রথম কীভাবে জ্যোতির বিষয়ে জানা গেল? কে জানিয়েছিল যে জ্যোতি গুপ্তচর? এবং সেই ব্যক্তির সন্দেহ এতটাই জোরালো হয় যে, এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানান জ্যোতির কথা!
advertisement
10/11
গ্রেফতারির মাস কয়েক আগেই জ্যোতির সম্পর্কে উদ্বেগপ্রকাশ করেছিলেন কপিল জৈন নামে এক ব্যক্তি। বছরখানেক আগে তাঁরই একটি ভিডিও ঘিরেই উঠেছিল প্রশ্ন। সেই ভিডিও সম্পর্কেই এনআইএ-কে জানান জ্যোতির ভক্ত-এক্স ব্যবহারকারী কপিল জৈন।
advertisement
11/11
জ্যোতির গ্রেফতারির পর থেকেই তাঁর সমাজমাধ্যমের বিভিন্ন পোস্ট আতশকাচের নীচে রয়েছে। যেমন তদন্তকারীরা খুঁজে দেখছেন, তেমনই সমাজমাধ্যমের ব্যবহারকারীরাও বিভিন্ন তথ্য ছড়াচ্ছেন।