Joshimath News: আর টিকবে না সকলের প্রিয় যোশীমঠ? ধ্বংসের আশঙ্কা বিজ্ঞানীর! ছবি দেখলে রাতের ঘুম উড়ে যাবে
- Published by:Suman Biswas
Last Updated:
Joshimath News: যোশীমঠের বিষয়ে মারাত্মক সতর্কতা দিচ্ছেন বিজ্ঞানীরাও৷ দেহরাদুনের হিমালয়ান জিওলজি প্রতিষ্ঠানের গবেষক কালাচাঁদ সাঁই বলেছেন, আধুনিক সভ্যতার চাপ আর নিতে পারছে না পাহাড়৷
advertisement
1/6

উত্তরাখণ্ডের সুন্দরী যোশীমঠের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনও মুহূর্তে তা ধসে যেতে পারে। বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, যে সব বাড়িতে একাধিক ফাটল দেখা দিয়েছে, সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা উচিত।
advertisement
2/6
যোশীমঠের বিষয়ে মারাত্মক সতর্কতা দিচ্ছেন বিজ্ঞানীরাও৷ দেহরাদুনের হিমালয়ান জিওলজি প্রতিষ্ঠানের গবেষক কালাচাঁদ সাঁই বলেছেন, আধুনিক সভ্যতার চাপ আর নিতে পারছে না পাহাড়৷ এই শহর টেকা খুবই মুশকিল৷
advertisement
3/6
সম্প্রতি যোশীমঠে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডবলীলা৷ সারা দেশ থেকে মানুষ যোশীমঠে যান। সেখানেই একের পর এক বাড়ি ও নির্মাণে ফাটল ধরেছে বড় বড়৷ কোথাও কোথাও সেই ফাটল থেকে বেরিয়ে এসেছে জল৷ ইতিমধ্যে সমস্ত নতুন নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছে যোশীমঠের পুর কর্তৃপক্ষ৷
advertisement
4/6
বিজ্ঞানী সাঁই জানিয়েছেন, ‘‘এই অঞ্চল আসলে একটি পূর্বতন ধসের ধ্বংসস্তুপের উপর তৈরি৷ সেই কারণে এটির ভূমির কাঠিন্য তেমন নয়৷ এ ছাড়া ভৌগলিক অঞ্চল ভেদে এটি সিজমিক জোন ৫-এর পড়ে৷ এখানে ভূমিকম্পের বিপুল সম্ভাবনা থাকে৷ সব মিলিয়ে এখন এই শহরের টেকা মুশকিল৷’’
advertisement
5/6
এবার সেনা ক্যাম্পেও একাধিক ফাটল দেখা দিয়েছে বলে খবর। যোশীমঠের পরিস্থিতি পর্যবেক্ষণে যে বিশেষজ্ঞ দল গিয়েছিল, তারা জানিয়েছে, সেনাবাহিনীর অধীন বিস্তীর্ণ জমি বসে যাচ্ছে। ক্যাম্পের জমিতে একাধিক ফাটল দেখা গিয়েছে। এছাড়া, উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জয়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে।
advertisement
6/6
ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে উত্তরাখণ্ডের যোশীমঠের পরিস্থিতি। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে তৎপর উত্তরাখণ্ড সরকার। ইতিমধ্যেই বিপর্যস্তদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এয়ার লিফটের মাধ্যমে দুর্গতদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।