ট্রাম্পের নীতি কিছু ক্ষেত্রে ‘সিলেবাসের বাইরে’ হলেও হতে পারে, তাতে ভারতের কোনও সমস্যা নেই, জানালেন জয়শঙ্কর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
S Jaishankar on Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কিছু ক্ষেত্রে তা ‘সিলেবাসের বাইরে’ হলেও হতে পারে বলে মনে করেন তিনি ৷ তবে তার জন্য ভারতের কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
advertisement
1/5

আমেরিকায় হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ইউক্রেনকে ২৮০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় ২৪ হাজার ৪০০ কোটির বেশি টাকা ঋণ দিয়েছে প্রতিরক্ষা খাতে। এ বার ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করার কথা জেলেনস্কির।
advertisement
2/5
এদিকে ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কিছু ক্ষেত্রে তা ‘সিলেবাসের বাইরে’ হলেও হতে পারে বলে মনে করেন তিনি ৷ তবে তার জন্য ভারতের কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
advertisement
3/5
জয়শঙ্করের মতে, ভারতের বিদেশ নীতি দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোবে। জয়শঙ্করের কথায়, “ট্রাম্প অনেক কিছুই পরিবর্তন করবেন। হয়ত কিছু কিছু পরিবর্তন সিলেবাসের বাইরেও হবে। কিন্তু আমাদের সেই সিলেবাসের বাইরে থাকা নীতিগুলিকে দেশের স্বার্থ অনুসারে ব্যবহার করতে হবে।” দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত হংসরাজ কলেজে এক আলোচনাসভায় বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন জয়শঙ্কর ৷
advertisement
4/5
আমেরিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “আমাদের সঙ্গে ভাল ব্যবহার করা হয়েছে। আমি বিশ্বাস করি ট্রাম্প একজন জাতীয়তাবাদী আমেরিকান।”
advertisement
5/5
তাঁর মতে, ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট মজবুতই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন বিদেশমন্ত্রী।