TRENDING:

তিন রাজ্যের রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি জইশ-ই-মহম্মদের, জারি সতর্কতা

Last Updated:
advertisement
1/5
তিন রাজ্যের রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি জইশ-ই-মহম্মদের, জারি সতর্কতা
♦ এ দেশের তিনি রাজ্যের রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ৷ জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর স্থানীয় কমান্ডার মনসুর আহমেদ হিন্দিতে হুমকি চিঠি লিখে তা রেল কর্তৃপক্ষকে পাঠিয়েছে।
advertisement
2/5
♦ উত্তর রেলের ফিরোজপুরের আধিকারিক বিবেক কুমারের কাছেও এই হুমকি চিঠি এসেছে। যেখানে লেখা রয়েছে, জিহাদিদের (‌জঙ্গি)‌ মেরে ফেলার প্রতিশোধ নিতে ফিরোজপুর, জলন্ধর, ফরিদকোট, অমৃতসর এবং বর্নালা রেল স্টেশনে ১৩ মে উড়িয়ে দেওয়া হবে।
advertisement
3/5
♦ ওই একই দিনে রাজস্থানের রেল স্টেশন, বাসস্ট্যান্ড সহ বিকানির, জোধপুর এবং শ্রীগঙ্গানগরের সেনা শিবিরেও নাশকতার ঘটনা চালানো হবে। উত্তরাখণ্ড রেল কর্তৃপক্ষকেও হুমকি চিঠি দেওয়া হয়েছে। যেখানে রুরকি, হরিদ্বার-সহ ১০টি স্টেশনে বিস্ফোরণ ঘটনো হবে। তবে তা ৬ মে।
advertisement
4/5
♦ উত্তরাখণ্ড পুলিশকে ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। হুমকি চিঠি পাওয়ার পর এই তিন রাজ্যে উচ্চ সতর্কতা জারি করে দেওয়া হয়। জিআরপি এবং আরপিএফের যৌথ উদ্যোগে প্রত্যেকটি স্টেশনে চলছে কড়া নজরদারি। জানা গিয়েছে, রাজস্থান, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের রেলস্টেশনগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ৷
advertisement
5/5
♦ ট্রেন এবং যাত্রীদের মালপত্রে করা হচ্ছে তল্লাশি। গত ১৪ ফেব্রুয়ারি জৈশ জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলার ফলে জম্মু–কাশ্মীরের পুলওয়ামাতে নিহত হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান। এই ঘটনার তীব্র নিন্দা করে বিশ্বের ৫০টি দেশ।
বাংলা খবর/ছবি/দেশ/
তিন রাজ্যের রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি জইশ-ই-মহম্মদের, জারি সতর্কতা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল