Jagdeep Dhankhar: গোপন ব্যালটে... সংসদের চলতি অধিবেশনেই উঠবে ঝড়! কারণ নাকি ধনখড়! কেন পদত্যাগ, শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Jagdeep Dhankhar: অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কিনা।
advertisement
1/6

গত সোমবার আচমকাই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতাকে ইস্তফার কারণ হিসাবে দেখানো হলেও ধনখড়ের ইস্তফার পিছনে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে অনেকে৷
advertisement
2/6
অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কিনা।
advertisement
3/6
একই সঙ্গে প্রশ্ন উঠছে, উপরাষ্ট্রপতি নির্বাচন কি চলতি অধিবেশনেই? সংবিধান অনুযায়ী কোনও উপরাষ্ট্রপতির যদি মৃত‍্যু হয় অথবা তিনি পদত‍্যাগ করেন, অথবা অপসারিত হন, তাহলে অবিলম্বেই উপরাষ্ট্রপতির নির্বাচন করাতে হবে।
advertisement
4/6
উপরাষ্ট্রপতি পদে গোপন ব‍্যালটে ভোট দেবেন সাংসদেরা। বর্তমানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদ সংখ‍্যা ৭৮২। ফলে ৩৯২ ভোট বা তার বেশি ভোট পেলে তবেই উপরাষ্ট্রপতি হিসেবে কেউ নির্বাচিত হবেন।
advertisement
5/6
সূত্রের খবর, আগামী ২-৩ দিনের মধ‍্যেই নির্বাচন কমিশন নোটিফিকেশন ইস‍্যু করতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন‍্য। সূত্রের আরও খবর, বিরোধীদের তরফেও নিজেদের শক্তি প্রদর্শনের জন‍্য প্রার্থী দেওয়া হতে পারে। তবে সেটা চূড়ান্ত হবে ইন্ডিয়া জোট শরিকদের বৈঠকের পর।
advertisement
6/6
ধনখড়ের পদত্যাগের সঙ্গেসঙ্গেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত।