TRENDING:

IRCTC Train Booking: IRCTC-র মাধ্যমে এবার আপনিও পারেন গোটা একটি ট্রেন বুক করতে! গল্প নয়, সত্যি, কীভাবে জানুন...

Last Updated:
IRCTC Train Booking: IRCTC-এর মাধ্যমে এখন ঘরে বসেই আপনি সম্পূর্ণ কোচ বা ট্রেন বুক করতে পারবেন। এই সুবিধাটি বিয়ে, অফিসিয়াল ট্যুর কিংবা তীর্থযাত্রার মতো গ্রুপ ভ্রমণের জন্য দারুণ উপযোগী। দেখে নিন বিস্তারিত বুকিং প্রক্রিয়া, বিস্তারিত জানুন...
advertisement
1/8
IRCTC-র মাধ্যমে আপনিও পারেন গোটা একটি ট্রেন বুক করতে! গল্প নয়, সত্যি, কীভাবে জানুন...
ভারতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে যদি বড় গ্রুপ নিয়ে ভ্রমণের পরিকল্পনা থাকে। একসাথে অনেকজনের সিট বুক করা বেশ ঝামেলার কাজ। তবে IRCTC (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) এই সমস্যা সমাধানে বিশেষ একটি পরিষেবা দিচ্ছে—আপনি চাইলে গোটা একটি ট্রেন বা একটি কোচ ভাড়া নিতে পারেন।
advertisement
2/8
IRCTC-এর এই পরিষেবাটিকে বলা হয় Full Tariff Rate (FTR)। এই পদ্ধতিতে আপনি একটি সম্পূর্ণ কোচ, একটি সম্পূর্ণ ট্রেন অথবা বিলাসবহুল সেলুন চার্টার করতে পারেন। একসাথে পরিবার, আত্মীয় বা অফিসিয়াল গ্রুপ নিয়ে আরামে ভ্রমণের জন্য এটি আদর্শ সমাধান।
advertisement
3/8
FTR-এর তিনটি ভিন্ন চার্টার অপশন রয়েছে: (১) রেলওয়ে কোচ চার্টার – একটি কোচ (১৮ থেকে ১০০টি সিট), (২) ট্রেন চার্টার – সম্পূর্ণ ট্রেন (১৮ থেকে ২৪টি কোচ), এবং (৩) সেলুন চার্টার – বিলাসবহুল বাসনাসহ ব্যক্তিগত সেলুন।
advertisement
4/8
বুকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা: যাত্রার ৬ মাস আগে থেকে বুকিং শুরু হয় এবং যাত্রার ৩০ দিন আগে পর্যন্ত বুকিং চালু থাকে। ট্রেন চার্টার করতে হলে কমপক্ষে ১৮টি ও সর্বাধিক ২৪টি কোচ থাকতে হবে, যার মধ্যে দুটি SLR বা জেনারেটর কোচ থাকা বাধ্যতামূলক।
advertisement
5/8
প্রতিটি কোচের জন্য ৫০,০০০ টাকা করে রেজিস্ট্রেশন মানি বা সিকিউরিটি ডিপোজিট (RMSD) দিতে হবে। এই টাকা পরবর্তী সময়ে ভাড়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে বা নির্দিষ্ট শর্তে ফেরত পাওয়া যেতে পারে।
advertisement
6/8
অনলাইনে বুক করতে হলে IRCTC-এর FTR পোর্টালে (https://www.ftr.irctc.co.in) গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। OTP যাচাই করে সার্ভিস নির্বাচন করুন (কোচ, ট্রেন বা সেলুন)। এরপর যাত্রার তারিখ, যাত্রাপথ, ট্রেন নম্বর, কোচের ধরন ও সংখ্যা দিতে হবে। যাত্রী তালিকা আপলোড করে ডিপোজিট জমা দিতে হবে।
advertisement
7/8
অফলাইনে বুকিং করতে চাইলে, সংশ্লিষ্ট স্টেশনের চিফ রিজার্ভেশন অফিসার অথবা স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে (যেখান থেকে ট্রেন ছাড়বে বা অন্তত ১০ মিনিটের স্টপেজ আছে)। যাত্রীদের পরিচয় ও যাত্রার তথ্য সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং ডিপোজিট ও ভাড়া দিতে হবে।
advertisement
8/8
এই পরিষেবা সাধারণত বিয়ে, কর্পোরেট ট্যুর, তীর্থযাত্রা, স্কুল/কলেজ ট্রিপ বা দলগত সফরের জন্য অত্যন্ত উপযোগী। এখন আপনি আর ঝামেলায় পড়বেন না—পুরো ট্রেন আপনার নিজের মতো করে বুক করে ফেলুন এক ক্লিকে।
বাংলা খবর/ছবি/দেশ/
IRCTC Train Booking: IRCTC-র মাধ্যমে এবার আপনিও পারেন গোটা একটি ট্রেন বুক করতে! গল্প নয়, সত্যি, কীভাবে জানুন...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল