Indore Honeymoon Couple Case: 'হানিমুন কাপল' রাজা-সোনমের সঙ্গে দেখা গিয়েছিল আরও তিন পুরুষকে! ওদের পাশেই সিঁড়ি বেয়ে উঠছিল... তারা কারা? গাইড-এর দেওয়া খবরে হাড়হিম 'রহস্য'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মাওলাখাইটের একজন গাইড অ্যালবার্ট পেডের মতে, ২৩ মে সকাল ১০টা নাগাদ তিনজন পুরুষ পর্যটকের সঙ্গে এই দম্পতিকে নোংরিয়াত থেকে মাওলাখাইটে ৩,০০০-এরও বেশি সিঁড়ি বেয়ে উঠতে দেখেন।
advertisement
1/5

ইন্দোর দম্পতি নিখোঁজ রহস্য ক্রমশ জটিল হয়ে উঠেছে। রাজা রঘুবংশী মারা গিয়েছেন। তাঁর মৃতদেহও পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর স্ত্রী সোনমের এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি। পুলিশ থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলেই সোনমকে খুঁজে বের করার চেষ্টা করছে। মধুচন্দ্রিমার জন্য ইন্দোরে গিয়ে কী হয়েছিল সেই দম্পতির সঙ্গে? সোনম কি বেঁচে আছেন? নাকি কোনও বড় ষড়যন্ত্র আছে, যা কেউ জানে না। এবার মধুচন্দ্রিমা দম্পতি রাজা রঘুবংশী এবং সোনমের নিখোঁজ মামলায় এমনই এক তথ্য সামনে এসেছে।
advertisement
2/5
ইন্দোরের দম্পতি নিখোঁজ দম্পতির মামলায় আরও ৩ জনের নাম আসার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। মেঘালয়ের একজন ট্যুরিস্ট গাইড জানান, রাজা রঘুবংশী এবং সোনমের সঙ্গে আরও তিনজন লোক ছিলেন। তিনজনই পুরুষ ছিলেন। যেদিন রাজা এবং সোনম সোহরা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন, সেদিন তাঁদের সঙ্গেই সেই তিনজনকে দেখা গিয়েছিল। এখন প্রশ্ন হল ওই তিনজন কারা ছিলেন? সোনম এবং রাজার সঙ্গে তাঁদের কী সম্পর্ক ছিল? তাঁরা কি রাজার খুনি? সোনমকে কি অপহরণ করা হয়েছে?
advertisement
3/5
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ট্যুরিস্ট গাইড নিজেই পুলিশকে ওই তিনজনের তথ্য দিয়েছেন। একজন পুলিশ কর্মকর্তার মতে, রাজা রঘুবংশী এবং সোনম ২৩ মে সোহরা থেকে নিখোঁজ হন। নিখোঁজ রাজার মৃতদেহ ২ জুন একটি গর্তে পাওয়া যায়। তখনও তাঁর স্ত্রীর সন্ধান চলছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই পুরো বিষয়টি তদন্তের জন্য সিবিআই তদন্তের অনুরোধ করেছেন।
advertisement
4/5
মাওলাখাইটের একজন গাইড অ্যালবার্ট পেডের মতে, ২৩ মে সকাল ১০টা নাগাদ তিনজন পুরুষ পর্যটকের সঙ্গে এই দম্পতিকে নোংরিয়াত থেকে মাওলাখাইটে ৩,০০০-এরও বেশি সিঁড়ি বেয়ে উঠতে দেখেন। তিনি জানিয়েছেন 'চারজন পুরুষ সামনে হেঁটে যাচ্ছিলেন আর মহিলাটি পিছনে। চারজন পুরুষ হিন্দিতে কথা বলছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম না, তাঁরা কী বলছেন কারণ আমি কেবল খাসি আর ইংরেজি জানি।২২ মে নংরিয়াতে নিয়ে যাওয়ার জন্য তার পরিষেবা প্রদান করেছিলেন, কিন্তু তারা ভা ভানসাই নামে আরেকজন গাইডকে নিয়োগ করে শিপারা হোমস্টে তে রাত কাটিয়ে পরের দিন গাইড ছাড়াই ফিরে আসেন।
advertisement
5/5
গাইড দাবি করেছেন, তিনি যখন মাওলাখাইটে পৌঁছন তখন স্কুটারটি সেখানে ছিল না। পুলিশ জানিয়েছে, নবদম্পতির ভাড়া করা স্কুটারটি মাওলাখাইটের পার্কিং লট থেকে কয়েক কিলোমিটার দূরে সোহরারিমে পাওয়া গিয়েছে, যার চাবি এখনও রয়েছে। এদিকে, সোনমকে এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে শিলংয়ে ক্যাম্পিং করা তার ভাই গোবিন্দ রাজ্য সরকারকে মৃত ধরে নিয়ে তাঁকে খুঁজে বের করার জন্য যথেষ্ট প্রচেষ্টা এবং অনুসন্ধান না করার কথা বলেছেন। ওই তিনজনকে যদি শনাক্ত করা যায়, তাহলে সম্ভবত এই কেলেঙ্কারির রহস্য উদঘাটন হতে পারে।