TRENDING:

Indian Railways: বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা, যাত্রী ভোগান্তি আটকাতে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে, জেনে নিন লিস্ট

Last Updated:
এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার থেকে চালু হয়ে গিয়েছে ট্রেন। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
advertisement
1/6
বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা,যাত্রী ভোগান্তি আটকাতে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেলওয়ে
গত চার দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। দেশজুড়ে প্রায় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তির শিকার শয়ে শয়ে যাত্রী। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার থেকে চালু হয়ে গিয়েছে ট্রেন। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
advertisement
2/6
হাওড়া থেকে আরও দুটি বিশেষ ট্রেন চালানো হবে। ৩১০০টি বার্থ তৈরি করা হবে৷ যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে, রেলওয়ে হাওড়া থেকে যোধপুর পর্যন্ত একমুখী বিশেষ ট্রেন এবং হাওড়া ও নয়াদিল্লির মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি চালানোর মাধ্যমে ৩১০০টি বার্থ তৈরি করা হবে।
advertisement
3/6
০৪৮০৮ হাওড়া - যোধপুর একমুখী বিশেষ ট্রেনটি ০৯.১২.২০২৫ তারিখে রাত ৯:০০ টায় হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিনে ১১:৫০ টায় যোধপুর পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
4/6
০৪৪৬২ নতুন দিল্লি - হাওড়া স্পেশাল ট্রেনটি ০৭.১২.২০২৫ তারিখে ১৮:১৫ টায় নয়াদিল্লি থেকে ছেড়ে পরের দিন ২৩:৩০ টায় হাওড়া পৌঁছাবে এবং ০৪৪৬১ হাওড়া - নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ০৯.১২.২০২৫ তারিখে ০১:৩০ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৮:২০ টায় নয়াদিল্লি পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
5/6
০৪৮০৮ হাওড়া - যোধপুর একমুখী বিশেষ ট্রেন এবং ০৪৪৬১ হাওড়া - নয়াদিল্লি স্পেশাল ট্রেনের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে।
advertisement
6/6
রবিবার, ৭ ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৩ সাঁতরাগাছি–ইলাহাঙ্কা স্পেশাল। সোমবার দু’টি ট্রেন রয়েছে। রাত ১১টা ৫ মিনিটে থাকছে ০২৮৬৯ সিএসএমটি মুম্বই-হাওড়া স্পেশাল এবং তার পরে ২টা ১০ মিনিটে শালিমার থেকে ছাড়বে ০৭১৪৯ শালিমার-চেরলাপল্লি স্পেশাল। এর পরে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৪ ইলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশাল ট্রেন।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা, যাত্রী ভোগান্তি আটকাতে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে, জেনে নিন লিস্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল