আর কতদিন চলবে ফ্লাইট বাতিল...? কী জানাচ্ছে Indigo? DGCA বৈঠকে এল সমাধান সূত্র!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indigo Flight Cancelled: DGCA -এর সঙ্গে বৈঠকের পর বেসরকারি বিমান পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত ব্যবস্থা ঠিক করতে সময় লাগবে। ফলত আগামী ৩ দিন চলতে থাকবে বাতিল ভোগান্তি। সমস্ত পরিষেবা ঠিক রাখতে ১০ফেব্রুয়ারি অবধি সময় চাইল ইন্ডিগো!
advertisement
1/8

দেশ জুড়ে বিমান পরিষেবার চরম অচলাবস্থার মধ্যেই আপডেট দিল ইন্ডিগো। আগামী ১০ ফেব্রুয়ারি অবধি সময় চাইল ইন্ডিগো কর্তৃপক্ষ। সব ব্যবস্থা ঠিক করতে আরও কিছুদিন সময় লাগবে। স্বীকারোক্তি বিমান সংস্থার।
advertisement
2/8
DGCA -এর সঙ্গে বৈঠকের পর বেসরকারি বিমান পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত ব্যবস্থা ঠিক করতে সময় লাগবে। ফলত আগামী ৩ দিন চলতে থাকবে বাতিল ভোগান্তি। শুক্রবার ভোর রাত থেকে পরিষেবায় বিঘ্ন অব্যাহত গোটা দেশ জুড়ে। পরিষেবা যথাযথ রাখতে এরপরেই বৈঠক হয় ইন্ডিগো ও DGCA'র।
advertisement
3/8
বৈঠকে ইন্ডিগো কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশ দিয়েছে ডিজিসিএ। নির্দেশে যা যা বলা হয়েছে সেগুলি হল: ১. ইন্ডিগো বিমানের অন্তর্ভুক্তি, অর্থাৎ ক্রু নিয়োগের বিষয়ে একটি বিস্তারিত রোডম্যাপ জমা দেবে কর্তৃপক্ষ যা ডিজিসিএ পর্যালোচনা করবে।
advertisement
4/8
২. ক্রু প্রশিক্ষণ, তালিকা পুনর্গঠন করা, নিরাপত্তা-ঝুঁকি মূল্যায়ন, এবং তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা।
advertisement
5/8
৩. বর্তমান অচলাবস্থার জন্য পরিকল্পনা: বিমান সংস্থাটি পরিষেবা স্থিতিশীল করতে এবং বিমান বাতিলের সংখ্যা কমাতে দ্রুত পদক্ষেপের রূপরেখা দিতে হবে।
advertisement
6/8
৪. পাক্ষিক অগ্রগতি : প্রতিবেদন: প্রতি ১৫ দিনে একটি বিস্তারিত অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে, যাতে কর্মক্ষম উন্নতি, ক্রুদের প্রাপ্যতা এবং তালিকা স্থিতিশীলতা অন্তর্ভুক্ত থাকে।
advertisement
7/8
৫. ইন্ডিগোকে ডিজিসিএ পর্যালোচনার জন্য ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় এফডিটিএল শিথিলকরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
8/8
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, সময়সূচী স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ২-৩ দিন আরও কিছু বিমান বাতিল হতে থাকবে। ৮ ডিসেম্বর থেকে, বিমান সংস্থাটি পরিষেবায় বিঘ্ন কমাতে ফ্লাইট চলাচল কমিয়ে দেবে বলেও। আজ সকালে অবশ্য যাত্রীদের যোগাযোগ বাড়াতে কলকাতা বিমানবন্দরে বিশেষ হেল্প লাইন খুলেছে ইন্ডিগো।