TRENDING:

Omicron: দেশে রোজ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, অঙ্ক পৌঁছে গেল ৩৫-এ, অন্ধ্র ও চণ্ডীগড়ে আতঙ্ক

Last Updated:
Covid 19: অন্ধ্রপ্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনওরকম গুজবে বিশ্বাস না করতে। বরং স্বাস্থ্যবিধি মেনে চলতে যাতে সংক্রমণ রোধ করা যায়।
advertisement
1/5
লাফিয়ে বেড়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫, আতঙ্ক অন্ধ্র ও চণ্ডীগড়ে
রবিবার ফের বাড়ল দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। রবিবার তা বেড়ে হয়েছে ৩৫। নতুন করে দু'জনের শরীরের ওমিক্রন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এদের এক জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, এক জন চণ্ডীগড়ের বাসিন্দা
advertisement
2/5
এক জন ৩৪ বছরের মানুষ, যিনি আয়ারল্যান্ড থেকে মুম্বই হয়ে ভাইজগে এসেছিলেন, গত ২৭ নভেম্বর তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তাঁর লালারস জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠান হয়। ওমিক্রন সংক্রমণ তাঁর ধরা পড়ে
advertisement
3/5
অন্ধ্রপ্রদেশে এটিই প্রথম ওমিক্রন সংক্রমণের ঘটনা। এখনও পর্যন্ত সে রাজ্যে ১৫ জন বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের সকলের নমুনাই পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
advertisement
4/5
অন্ধ্রপ্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনওরকম গুজবে বিশ্বাস না করতে। বরং স্বাস্থ্যবিধি মেনে চলতে যাতে সংক্রমণ রোধ করা যায়।
advertisement
5/5
অন্য দিকে চণ্ডীগড়ে এক ২০ বছরের ব্যক্তির শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। ইতালি থেকে তিনি ফিরেছিলেন ২২ নভেম্বর। ডিসেম্বরের ১১ তারিখে তাঁর শরীরে করোনা ধরা পড়ে। তার পর পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে ওমিক্রন প্রজাতি আক্রমণ করেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Omicron: দেশে রোজ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, অঙ্ক পৌঁছে গেল ৩৫-এ, অন্ধ্র ও চণ্ডীগড়ে আতঙ্ক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল