TRENDING:

ট্রেনের Waiting টিকিট Confirm হবে কি...? রেলের এই সিক্রেট ফর্মুলা বলে দেবে উত্তর, জেনে নিন কত পার্সেন্ট চান্স!

Last Updated:
Indian Railways: ভারতীয় রেল দেশের মেরুদণ্ড! এই রেলের উপর ভর করেই দ্রুত কর্মক্ষেত্র থেকে স্কুল কলেজ, প্রিয় গন্তব্য সর্বত্র মানুষ পৌঁছে যাচ্ছেন চোখের নিমেষে ও ন্যূনতম খরচে। তাই ট্রেন গণপরিবহণের এক বড় মাধ্যম হয়ে উঠেছে এই দেশে।
advertisement
1/14
ট্রেনের Waiting টিকিট Confirm হবে কি? রেলের এই সিক্রেট ফর্মুলা বলে দেবে উত্তর, জেনে নিন!
ভারতীয় রেল দেশের মেরুদণ্ড! এই রেলের উপর ভর করেই দ্রুত কর্মক্ষেত্র থেকে স্কুল কলেজ, প্রিয় গন্তব্য সর্বত্র মানুষ পৌঁছে যাচ্ছেন চোখের নিমেষে ও ন্যূনতম খরচে। তাই ট্রেন গণপরিবহণের এক বড় মাধ্যম হয়ে উঠেছে এই দেশে।
advertisement
2/14
কিন্তু অনেক ক্ষেত্রেই তাড়াহুড়োয় টিকিট কাটতে হয় শেষ মুহূর্তে। আর তাতেই নাম চলে যায় ওয়েটিং লিস্ট। কনফার্ম টিকিটের জন্য তখন হা পিত্যেশ হাল হয়ে যায় যাত্রীদের।
advertisement
3/14
আপনিও যদি নিয়মিত ট্রেনে ভ্রমণ করে থাকেন এবং প্রায়শই ওয়েটিং টিকিট নিয়ে এমন সমস্যায় পরে চলেছেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য হতে পারে দুর্দান্ত কার্যকরী।
advertisement
4/14
আসলে ট্রেনে ভ্রমণ করা সকলেরই কম বেশি প্রয়োজন হয়। কিন্তু যখন টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়, তখন বাড়ে টেনশন। বিশেষ করে ছুটির দিনে, উৎসবে বা অপেক্ষাকৃত ব্যস্ত রুটগুলিতে যখন আপনার নাম অপেক্ষার তালিকা (Indian Railways Waiting list) ৫০০-তে গিয়ে পৌঁছায়, তখন পরিকল্পনা অনুযায়ী আপনি আদৌ ট্রেনে যাত্রা করতে পারবেন কিনা তা বোঝা কঠিন হয়ে পরে। তবে এখন চিন্তার কোনও কারণ নেই। এসে গিয়েছে দারুণ মুশকিল আসান।
advertisement
5/14
ভারতীয় রেল এমন একটি সহজ সূত্র বলে দিয়েছে যার মাধ্যমে আপনি নিজেই অনুমান করতে পারবেন যে আপনার অপেক্ষমাণ টিকিট নিশ্চিত করা যাবে কিনা অর্থাৎ ওয়েটিং টিকিট কনফার্মেশন ফর্মুলাই বলে দেবে আদৌ আপনার টিকিট 'নিশ্চিত' হওয়ার চান্স আছে কিনা।
advertisement
6/14
কত নম্বর পর্যন্ত ওয়েটিং টিকিট কনফার্ম করা যাবে?আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক টিকিট বুকিং অ্যাপ বা ওয়েবসাইট আপনাকে বলে দেয় যে টিকিট কনফার্ম হবে কিনা। কিন্তু এই অনুমান কখনও কখনও ভুল হয়ে যায়।
advertisement
7/14
এমন পরিস্থিতিতে, রেলের নিজস্ব তথ্য এবং যুক্তির উপর বিশ্বাস রাখাই শ্রেয়। রেল জানিয়েছে যে প্রতিটি ট্রেনে গড়ে ২১% যাত্রী টিকিট বুক করার পরে টিকিট বাতিল করেন বা ক্যানসেল করেন।
advertisement
8/14
আবার হিসেবে বলছে, ৪ থেকে ৫% লোক টিকিট বুক করেন কিন্তু ভ্রমণ করেন না। এমন পরিস্থিতিতে, এই আসনগুলি অপেক্ষারতদের দেওয়া যেতে পারে।
advertisement
9/14
স্লিপার কোচে অপেক্ষমাণ ব্যক্তিরা কতটি আসন পেতে পারেন?যদি একটি স্লিপার কোচে ৭২টি আসন থাকে, তাহলে এই আসনের প্রায় ২৫% অর্থাৎ ১৮টি আসন ওয়েটিং তালিকার যাত্রীদের দেওয়া হতে পারে। এই অনুমানটি সেই পরিস্থিতির উপর ভিত্তি করে করা হয়েছে যখন কিছু যাত্রী তাদের টিকিট ক্যানসেল করেন এবং কিছু যাত্রী শেষমেশ ভ্রমণই করেন না। এর অর্থ হল যদি আপনার নাম ওয়েটিং লিস্টে ১ থেকে ১৮-র মধ্যে হয়, তাহলে আপনার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
advertisement
10/14
পুরো ট্রেনে অপেক্ষমাণ তালিকার যাত্রীরা কতগুলি আসন পেতে পারে?যদি একটি ট্রেনে ১০টি স্লিপার কোচ থাকে, তাহলে পুরো ট্রেনে প্রায় ১৮০টি আসন অপেক্ষমাণ যাত্রীদের জন্য বরাদ্দ করা যেতে পারে। একই হিসাব আবার তৃতীয় এসি, দ্বিতীয় এসি এবং প্রথম এসি কোচের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে মনে রাখবেন যে ভিড় এবং আবহাওয়ার মতো বিষয়গুলি এতে পার্থক্য তৈরি করতে পারে।
advertisement
11/14
কখন ওয়েটিং টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কমে যায়?উৎসবের সময় অথবা খুব জনপ্রিয় রুটে ট্রেনে খুব ভিড় থাকে। এমন পরিস্থিতিতে অপেক্ষারত টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। একই সঙ্গে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি কোচে আসন সংখ্যা কম থাকে, তাই এখানে ওয়েটিংয়ে থাকা যাত্রীদের আসন পাওয়ার সম্ভাবনা আরও কম থাকে।
advertisement
12/14
ট্রেনের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কীভাবে বাড়ানো যায়?যদি আপনি চান আপনার টিকিট নিশ্চিত হোক, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করার চেষ্টা করুন। আগেভাগে বুকিং করলে আপনার নাম ওয়েটিং তালিকায় আসার সম্ভাবনা কমে যাবে। যদি আপনার তারিখের বিষয়টি নিয়ে 'নমনীয়তা' বা দোনোমোনো থাকে, তাহলে আপনি বিভিন্ন তারিখে টিকিট বুক করতে চেষ্টা করতে পারেন।
advertisement
13/14
এছাড়াও, বেশি ভিড়ের রুটের পরিবর্তে কম ভিড়ের বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করুন। রেলের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ওয়েটিং তালিকার অবস্থা পরীক্ষা করে দেখুন যাতে আপনি সময়মতো পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারেন।
advertisement
14/14
পরের বার ট্রেনের টিকিট বুক করার সময় যদি আপনি এই সূত্রটি মাথায় রাখেন, তাহলে আপনার ভ্রমণ পরিকল্পনা করা আরও সহজ হয়ে যাবে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
বাংলা খবর/ছবি/দেশ/
ট্রেনের Waiting টিকিট Confirm হবে কি...? রেলের এই সিক্রেট ফর্মুলা বলে দেবে উত্তর, জেনে নিন কত পার্সেন্ট চান্স!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল