Indian Railways: সাধারণ একটা প্রশ্ন করতেই RPF-এর সামনে আমতা-আমতা! ৭ শিশুকে নিয়ে কী করতে চলেছিল ধৃতরা জানলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways: খবর এসেছিল আচমকা। সকালেই সেই অভিযানে পর্দা ফাঁস করল আরপিএফ। জোরদার নজরদারি চালাতেই ধরা পড়ল সব। শিউরে ওঠা ঘটনা...
advertisement
1/7

খবর এসেছিল আচমকা। শুরু হয় 'অপারেশন ননহে ফরিস্তে'। শনিবার সকালেই সেই অভিযানে পর্দা ফাঁস করল আরপিএফ। জোরদার নজরদারি চালাতেই ধরা পড়ল সব। (Representative Image, Courtesy AI)
advertisement
2/7
সাত শিশুকে উদ্ধার করাই শুধু না। রেল জংশন থেকে গ্রেফতার করা হল দুই অভিযুক্ত পাচারকারীকেও। কোথায় ঘটল এমন ঘটনা? (Representative Image, Courtesy AI)
advertisement
3/7
গয়া জংশন থেকে উদ্ধার করা হয়েছে সাতজন শিশুকে। আরপিএফ গয়া পোস্ট ইন-চার্জ বেনারসি যাদব বলেছেন, 'ধর্মেন্দ্র মাঝি ও মনোয়ার হুসেন গয়ার গুরারু গেটের কাছে ডিউটি দিচ্ছিলেন। সেখানেই দুই ব্যক্তি সাতজন শিশুকে নিয়ে যাচ্ছিল। জিজ্ঞেস করতেই সব ফাঁস'। (Representative Image, Courtesy AI)
advertisement
4/7
তিনি আরও জানান, 'পুলিশের সামনে আমতা আমতা করতেই ধরে ফেলে আরপিএফ। ওই দুই অভিযুক্ত ১২ বছরের তিন ছেলে, ১৩ বছরের দুজন ও ১৪ বছরের একজন ছেলেকে নিয়ে জয়পুরে চুড়ি তৈরির কারখানায় পাচার করার পরিকল্পনা করেছিল'। (Representative Image, Courtesy AI)
advertisement
5/7
মাসে ৫ হাজার টাকার বিনিময়ে তাদের কাজে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া শিশুদের বাড়ির লোকেরা ছেলেদের এভাবে জয়পুর যাওয়া নিয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছে। (Representative Image, Courtesy AI)
advertisement
6/7
শিশুদের উদ্ধার করে চাইল্ড হেল্পডেস্কে রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। (Representative Image, Courtesy AI)
advertisement
7/7
গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। এর পিছনে আর কারা জড়িত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। (Representative Image, Courtesy AI)