TRENDING:

Indian Railways: স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে দুই কিশোরী, RPF প্রশ্ন করল, 'তোমরা কারা'? উত্তর শুনেই ঘাম ছুটল পুলিশের

Last Updated:
Indian Railways: ইউপির প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দুই কিশোরী শুয়ে ছিলেন, সেই সময় আরপিএএফ অফিসার ঘুমন্ত দুই তরুণীকে ডেকে তুলে জিজ্ঞাস করেন, ‘তোমরা কারা? এখানে ওভারব্রিজের নিচে কেন ঘুমাচ্ছ’।
advertisement
1/5
প্ল্যাটফর্মে শুয়ে দুই কিশোরী, RPF প্রশ্ন করল, 'তোমরা কারা'? উত্তর শুনেই ঘাম ছুটল পুলিশের
প্রয়াগরাজ: ইউপির প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দুই কিশোরী শুয়ে ছিলেন, সেই সময় আরপিএএফ অফিসার ঘুমন্ত দুই তরুণীকে ডেকে তুলে জিজ্ঞাস করেন, ‘তোমরা কারা? এখানে ওভারব্রিজের নিচে কেন ঘুমাচ্ছ’, তখন যুবতীদের উত্তর শুনে মহিলা অফিসার স্তম্ভিত হয়ে যান। আসুন পুরো ঘটনা জানি। Representative Image
advertisement
2/5
আরপিএফ ২ নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে। প্রয়াগরাজ জংশন স্টেশনে মেয়েদের আরপিএফ এসআই গৌরব টহল দেওয়ার সময় একা দেখেন। ফুট ওভার ব্রিজের নীচে দুই নাবালিকা ব্যাগ নিয়ে বেঞ্চে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসআই গৌরব দেরি না করে মহিলা কনস্টেবল অঞ্জু দেবীকে ডাকেন। Representative Image
advertisement
3/5
দুইজনই আপন বোন মহিলা কনস্টেবলের জিজ্ঞাসাবাদে মেয়েরা জানায় যে তারা দুই বোন। মেরঠের বাসিন্দা দুই মেয়েই তাদের বয়স ১৬ বছর এবং ১৭ বছর বলে জানায়। এদের মধ্যে একজন ১৬ বছর বয়সী মেয়ে প্রতিবন্ধীও। Representative Image
advertisement
4/5
দুই কিশোরী জানায় যে তারা চাকরি খুঁজতে এবং স্কুলে ভর্তি হতে বাড়ি থেকে বেরিয়েছে। তাদের দূর সম্পর্তকের ভাইয়ের বন্ধু বারাণসী যাওয়ার জন্য প্রয়াগরাজ জংশনে রেখে চলে গিয়েছে। ওরা আরও বলে বারাণসী পৌঁছে বিশ্বনাথ মন্দিরে ভাইয়ের জন্য অপেক্ষা করবে তারা, এবং কয়েকদিন পর ভাইয়ের সেই বন্ধু চাকরি দেবে। Representative Image
advertisement
5/5
চাইল্ড লাইনে দুইজনকে রাখা হয়েছেএনসিআর প্রয়াগরাজ মন্ডলের পিআরও অমিত কুমার সিং জানিয়েছেন, মেয়েরা সেই ভাইয়ের নাম ঠিকানা বলতে পারেনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আরপিএফ দুই নাবালিকা মেয়েকে পরবর্তী পদক্ষেপের জন্য চাইল্ড লাইন প্রয়াগরাজের হাতে তুলে দেয়। Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে দুই কিশোরী, RPF প্রশ্ন করল, 'তোমরা কারা'? উত্তর শুনেই ঘাম ছুটল পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল