Indian Railways: একদিন নয়, এনজেপি পর্যন্ত ৩ দিন চলুক হামসফর এক্সপ্রেস...! রেলমন্ত্রীকে প্রস্তার সাংসদের, অনুমতি মিলবে?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Indian Railways: জলপাইগুড়ি ও আশেপাশের জেলার যাত্রীদের সুবিধার্থে হাওড়া-এনজেপি বন্দে ভারত ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকেও চালু করা হোক। পাশাপাশি, পুরী ভ্রমণ ও ভুবনেশ্বরের এইমসে চিকিৎসার সুবিধার জন্য জলপাইগুড়ি রোড থেকে একটি নতুন ট্রেন চালুর প্রস্তাবও দিয়েছেন।
advertisement
1/5

*উত্তর-দক্ষিণের যোগাযোগ আরও মজবুত করতে এই প্রস্তাব দিলেন সাংসদ! উত্তরবঙ্গবাসীর জন্য দারুন সুখবর! জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ হামসফর সপ্তাহে একদিন নয় তিনদিন চালুর প্রস্তাব দিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় রেলমন্ত্রীকে। তিনি সাক্ষাৎ করেন রেলমন্ত্রীর সঙ্গে, এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
advertisement
2/5
*কলকাতায় ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কারের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন তিনি। শুধু হামসফর নয়, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন চালুর বিষয়েও উদ্যোগী হয়েছেন সাংসদ।
advertisement
3/5
*তাঁর দাবি, জলপাইগুড়ি ও আশেপাশের জেলার যাত্রীদের সুবিধার্থে হাওড়া–এনজেপি বন্দে ভারত ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকেও চালু করা হোক। পাশাপাশি, পুরী ভ্রমণ ও ভুবনেশ্বরের এইমসে চিকিৎসার সুবিধার জন্য জলপাইগুড়ি রোড থেকে একটি নতুন ট্রেন চালুর প্রস্তাবও দিয়েছেন।
advertisement
4/5
*দিঘা ভ্রমণের সুবিধার কথা ভেবে পাহাড়িয়া এক্সপ্রেসকে প্রতিদিন চালানোর দাবি তোলেন সাংসদ। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনএফ রেলের জোনাল ইউজার্স কমিটির সদস্য পার্থ রায়। ডাঃ জয়ন্ত রায় জানান, “মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই প্রস্তাবগুলি দিয়েছি।
advertisement
5/5
*ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে, ধাপে ধাপে এই দাবিগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।” ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার বলেন, “সাংসদের সব প্রস্তাবই রেলের উচ্চমহলে পাঠানো হয়েছে। বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”