Indian Railways: বিশ্বের অনেক দেশে এখনও নেই ট্রেন পরিষেবা, কিছু দেশ তো ধনকুবের, কারণ জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেল দেশের সবথেকে বড় গণ পরিবহন মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষের প্রয়োজনীয় গন্তব্যের একমাত্র উপায় হল রেল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রযেছে রেল পরিষেবা। তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে এখনও নেই রেল পরিষেবা।
advertisement
1/6

ভারতীয় রেল দেশের সবথেকে বড় গণ পরিবহন মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষের প্রয়োজনীয় গন্তব্যের একমাত্র উপায় হল রেল। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রযেছে রেল পরিষেবা। তা আরও বিস্তার করার কাজ চলছে। শুধু ভারত নয়, বিশ্বের অর্ধেকের বেশি দেশেই রেল পরিবহণের প্রধান মাধ্যম।
advertisement
2/6
তবে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে এখনও অনেক দেশ রয়েছে যেখানে এখও রেল পরিষেবা নেই। কোথায় প্রাকৃতিক কারণ, কোথাও অর্থাভাবেপ কারণে বন্ধ করা হয়েছে রেল পরিষেবা। তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে রেল পরিষেবা নেই জানলে আপনি অবাক হবেন।
advertisement
3/6
আবার এমন কিছু দেশ রয়েছে যেখানে রেল পরিষেবা চালু করা হয়েছিল। বেশ কিছু সময় চলেওছিল। কিন্তু সেই জায়গায় রেল পরিষেবা গ্রহণের জন্য যাত্রীরা আগ্রহ দেখায়নি। তাই লোকসানের কারণে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
advertisement
4/6
প্রথমত বিশ্ব জুড়ে যে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলি রয়েছে সেগুলির প্রায় সবকটিতেই নেই রেল পরিষেবা। অর্থাভাব ও যাত্রী সংখ্যা না থাকা রেল পরিষেবা শুরু না করার কারণ। আর নামী দেশগুলির মধ্যে আইসল্যান্ডে নেই রেল পরিষেবা। সেখানে প্রবল ঠান্ডায় রেল যোগাযোগ সারাবছর ঠিক রাখা মুশকিল। তাই সরকার রেল পরিষেবা শুরু করার কথা এখনও ভাবেনি।
advertisement
5/6
আবার মাল্টা বা সাইপ্রাসের মত দেশে রেল পরিষেবা চালু হলেও যাত্রী পাওয়া যায়নি বলে তা বন্ধ হয়। ভুটান, অ্যান্ডোরা, ম্যাকাও, লিবিয়া, গিনি-বিসাউ, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাইজার, পাপুয়া নিউগিনি, রোয়ান্ডা, ভানুয়াতু, টোঙ্গা, টুভালু, ত্রিনিদাদ ও টোবাগো, সান মারিনো, সুরিনাম ও সলোমন আইল্যান্ডের মত দেশগুলিতে নেই রেল পরিষেবা।
advertisement
6/6
কিন্তু বিশ্বের এমন কিছু ধনকুবের দেশ রয়েছে যাদের রেল পরিষেবা নেই জানলে পরে আপনার চোখ কপালে উঠবে। কুয়েত, ওমান কাতারে নেই রেল পরিষেবা। কাতারে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের মত ইভেন্ট। ফলে এই ধনী দেশের চাহিদা কম বলেই রলে পরিষেবা চালু করা হয়নি বলে মত বিষেষজ্ঞদের।