TRENDING:

'আমি এখানেই বসব, আপনি অন্য কোথাও যান...', 2AC কোচে TTE-কে সিট থেকে উঠিয়ে দিলেন তরুণী! পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!

Last Updated:
Indian Railways: ট্রেনে সকলের আসন রক্ষাকারী টিকিট পরীক্ষক অর্থাৎ টিটিই নিজেই যদি পড়েন বিপদে? কী হতে পারে তার পরিণতি জানেন কী? এমনই একটি ঘটনা এবার ঘটল চলন্ত ট্রেনের একটি এসি কামরায়।
advertisement
1/11
'আমি এখানেই বসব, আপনি অন্য কোথাও যান...', 2AC কোচে TTE-কে সিট থেকে উঠিয়ে দিলেন তরুণী!
দূরপাল্লার প্রতিটি ট্রেনেই থাকে আলাদা আলাদা কামরা। সাধারণ কামরা বা জেনারেল কোচ ছাড়াও থাকে একাধিক সংরক্ষিত কামরা। স্লিপার ক্লাস, এসি ক্লাস থেকে শুরু করে এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ার ও ফার্স্টক্লাস কুপ থাকে কিছু কিছু ট্রেনে।
advertisement
2/11
প্রতিটি ট্রেনে এই ভিন্ন ভিন্ন কামরায় যাত্রীদের আসন সুনিশ্চিত করতে ও বিনা টিকিটের যাত্রীদের ভ্রমণ নিয়ন্ত্রণ করতেই চলন্ত ট্রেনের কামরায় কামরায় প্রহরায় থাকেন টিটিই। এছাড়া স্টেশনেও মোতায়েন থাকেন টিকিট পরীক্ষক টিটি।
advertisement
3/11
ট্রেনের কামরায় যাত্রা শুরুর পরপরই টিটিই প্রত্যেক যাত্রীর কাছে এসে এসে তাঁদের টিকিট পরীক্ষা করে দেখেন। এক্ষেত্রে কোনও গরমিল দেখলেই টিটিই খপাৎ করে ধরে ফেলেন সেই যাত্রীকে। প্রয়োজনে ডাক পড়ে আরপিএফ-এর।
advertisement
4/11
কিন্তু ট্রেনে সকলের আসন রক্ষাকারী টিকিট পরীক্ষক অর্থাৎ টিটিই নিজেই যদি পড়েন বিপদে? কী হতে পারে তার পরিণতি জানেন কী? এমনই একটি ঘটনা এবার ঘটল চলন্ত ট্রেনের একটি এসি কামরায়।
advertisement
5/11
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রেডিট পোস্টে তোলপাড় পরে গিয়েছে দেশ জুড়ে। যা ঘটেছিল সেই ট্রেনের কামরায় তা শুনলে আপনি নিজেও আঁতকে উঠবেন মুহূর্তের মধ্যে। সেদিন ঠিক কী হয়েছিল এসি কামরায়?
advertisement
6/11
দ্রুত বেগে ছুটছিল সুপার ফাস্ট ট্রেন। সেই ট্রেনেরই সেকেন্ড এসি-তে ভ্রমণ করছিলেন যাত্রী। পেয়েছিলেন একটি আপার বার্থ। 2AC-তে যাত্রা করার সময় ওই যাত্রী উপরের বার্থের ৫০ নম্বর সিটটি পেয়েছিলেন।
advertisement
7/11
যেহেতু এই সিটটি একেবারে শেষের দিকে, তাই খুব একটা সুবিধেজনক আসন ছিল না। সিটটি দেওয়াল মুখী হওয়ায় কিছুক্ষণ সেখানে বসার পরেই ওই রেডিট ব্যবহারকারী নীচের সিটে এসে বসেন।
advertisement
8/11
যাত্রী আপার বার্থ থেকে নেমে এসে নীচের খালি লোয়ার বার্থে বসেন। ঠিক সেই সময় TTE আচমকা এসে তাঁর লাগেজ এনে সিটের উপর ধপাস করে রেখে দেন। হঠাৎ এমন কাণ্ডে যাত্রী অবাক হয়ে যান। তিনি তৎক্ষণাৎ ওই টিটিকে জিজ্ঞেস করেন এমন হঠাৎ আগমনের কারণটি কী?
advertisement
9/11
উত্তরে TTE তাঁকে যা জানান তা শুনে হকচকিয়ে যান ওই যাত্রী। টিটিই জানান ট্রেনে একজন যাত্রী তাঁকে তাঁর আসন ছেড়ে দিতে বলেছেন। আর সেই কারণেই তিনি এভাবে অন্য সিটে এসে বসেছেন। যা শুনেই চমকে যান ওই যাত্রী।
advertisement
10/11
যাত্রী ওই টিটিকে জিজ্ঞাসা করেন, "কী হয়েছে চাচা, আপনার সিট তো ৫ নম্বর, তাই না?', তিনি উত্তরে বলেন, "স্যার, ছেড়ে দিন, কী আর বলব বলুন তো, একটি মেয়ে হঠাৎ আমার সিট দখল করে নিয়েছে, আর কিছুতেই উঠছে না। আমি বললাম ম্যাডাম, আপনারটাও লোয়ার বার্থ, ওখানে যান, তিনি বললেন না আমি এখানে বসে আছি, এখানেই বসব, আপনি বরং অন্য কোথাও যান।"
advertisement
11/11
ওই রেডিট পোস্ট এরপরেই ভাইরাল হয়ে যায়। রেডিট ব্যবহারকারী তাঁর পোস্টের শেষে লেখেন, 'আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম, এমনি সহযাত্রীর সিট দখল করে নেওয়া তো প্রায়ই ঘটে কিন্তু খোদ টিকিট পরীক্ষকের আসনই কেউ দখল করে নিল, এমনটা তো কোনওদিন শুনিনি ভাই! লোকটিকে খুবই অসহায় লাগছিল, কিন্তু আমিই বা কী আর বলব?'
বাংলা খবর/ছবি/দেশ/
'আমি এখানেই বসব, আপনি অন্য কোথাও যান...', 2AC কোচে TTE-কে সিট থেকে উঠিয়ে দিলেন তরুণী! পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল