TRENDING:

Indian Railways: ট্রেনে সোনা নিয়ে যাচ্ছেন? জানেন কতটা সোনা রেলে বহন করা যায়? বেশি হলেই পড়তে হবে চরম বিপদে

Last Updated:
Indian Railways: ট্রেনে বা বিমানে অনেকেই যাতায়াত করেন, কিন্তু জানেন কি কতটা সোনা নিয়ে ট্রেনে যাতায়াত করা যায়? বেশিরভাগ যাত্রীই জানেন না যে ভারতীয় রেলওয়ে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নিয়মের অধীনে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে।
advertisement
1/5
ট্রেনে সোনা নিয়ে যাচ্ছেন? জানেন কতটা সোনা রেলে বহন করা যায়? বেশি হলেই পড়তে হবে চরম বিপদে
ট্রেনে বা বিমানে অনেকেই যাতায়াত করেন, কিন্তু জানেন কি কতটা সোনা নিয়ে ট্রেনে যাতায়াত করা যায়? বেশিরভাগ যাত্রীই জানেন না যে ভারতীয় রেলওয়ে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নিয়মের অধীনে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে।
advertisement
2/5
ভারতীয় রেলওয়ের মতে, সোনাকে লাগেজের অংশ হিসাবে গণ্য করা হয়, বিশেষ আইটেম হিসাবে নয়। অর্থাৎ যতটা লাগেজ নেওয়া যায় সেই পরিমাণ সোনা সকলে বহন করতে পারেন।
advertisement
3/5
রেলওয়ে নিয়মাবলী স্পষ্টভাবে বলে যে সোনা কোনও সীমাবদ্ধ বা বিশেষ বিভাগের অধীনে পড়ে না। এটি সাধারণ লাগেজের মতোই গণ্য করা হয়। তবে, যদি আপনার মোট লাগেজ, যার মধ্যে সোনাও অন্তর্ভুক্ত থাকে, অনুমোদিত সীমা অতিক্রম করে, তাহলে অতিরিক্ত ফি বা এমনকী জরিমানাও হতে পারে।
advertisement
4/5
ট্রেনে কোন যাত্রী কতটা লাগেজ বহন করতে পারেন?First AC যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত বহন করতে পারেন।AC 2-Tier যাত্রীরা ৫০ কেজি পর্যন্ত বহন করতে পারেন।AC 3-Tier এবং Sleeper Class যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত বহন করতে পারেন।General Class যাত্রীদের জন্য লাগেজের সীমা ৩৫ কেজি।
advertisement
5/5
তবে লাগেজ হিসাবে সোনা বহন করা গেলেও সোনা যদি আয় বহির্ভূত হয় বা বেআইনি হয়, তবে নিরাপত্তা রক্ষীরা প্রশ্ন করতে পারেন। বেআইনি সোনার ক্ষেত্রে গ্রেফতারও হতে পারেন।
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railways: ট্রেনে সোনা নিয়ে যাচ্ছেন? জানেন কতটা সোনা রেলে বহন করা যায়? বেশি হলেই পড়তে হবে চরম বিপদে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল