Indian Railways: মেট্রোর মতো স্বয়ংক্রিয় দরজা এবার লোকালেও...মুম্বই কাণ্ডের পরে বড় ঘোষণা রেলের, আর কী কী থাকছে জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সোমবার ভোরে ঠাণে জেলার মুম্ব্রা রেলওয়ে স্টেশনে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি)গামী কিছু যাত্রী ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে৷
advertisement
1/6

এবার মেট্রোর স্টাইলে লোকাল ট্রেনেও থাকবে স্বয়ংক্রিয় দরজা৷ থাকবে এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের জন্য ভেস্টিবিউল-ও৷ মহারাষ্ট্রে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনার পরে বড় সিদ্ধান্তের কথা জানাল ভারতীয় রেল৷
advertisement
2/6
রেলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, সাব আর্বান লোকালের নকশায় কিছু পরিবর্তন আনা হচ্ছে৷ নতুন ট্রেনগুলি এ বছরের নভেম্বরের মধ্যেই পাওয়া যাবে৷ ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু করবে পরিষেবা। Generated image
advertisement
3/6
রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণো ইতিমধ্যেই নির্মাতা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সাথে দেখা করেছেন এবং নতুন নকশায় সায় দিয়েছেন৷
advertisement
4/6
নতুন নকশায় তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। প্রথমত, দরজাগুলিতে লুভর থাকবে। অর্থাৎ, তা স্বয়ংক্রিয় হবে৷ দ্বিতীয়ত, কোচগুলিতে বাতাস প্রবেশের জন্য ছাদে লাগানো হবে বায়ুচলাচল ইউনিট ( roof mounted ventilation units) এবং তৃতীয়ত, কোচগুলিতে ভেস্টিবিউল থাকবে। Generated image
advertisement
5/6
সোমবার মহারাষ্ট্রের মুম্বরার ঘটনার পরে মুম্বই ইএমইউ সাব আর্বান লোকাল ট্রেনের নকশায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
6/6
সোমবার ভোরে ঠাণে জেলার মুম্ব্রা রেলওয়ে স্টেশনে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি)গামী কিছু যাত্রী ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকজন আহত৷প্রাথমিক তদন্ত অনুসারে, চলন্ত ট্রেন থেকে প্রায় ১০-১৫ জন যাত্রী রেললাইনে পড়ে গিয়েছিলেন।