TRENDING:

Rail: পুন্য অর্জনে মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা? রাজ্যের কোন কোন শহর থেকে পাবেন ট্রেন? জানুন বিস্তারিত

Last Updated:
Rail: ১২ বছরে মাত্র একবার আয়োজন করা হয় মহাকুম্ভের। ২০২৫ সালে মহাকুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এই মেলায় যোগদান করবেন। আর তার জন্য বিশাল ব্যবস্থা করেছে ভারতীয় রেল।
advertisement
1/5
পুন্য অর্জনে মহাকুম্ভ যাওয়ার প্ল্যান?রাজ্যের কোন কোন শহর থেকে পাবেন ট্রেন?জানুন
*১২ বছরে মাত্র একবার আয়োজন করা হয় মহাকুম্ভের। ২০২৫ সালে মহাকুম্ভ হতে চলেছে প্রয়াগরাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এই মেলায় যোগদান করবেন। আর তার জন্য বিশাল ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সবমিলিয়ে প্রায় ৭৭৫০০-এর বেশি নতুন বার্থের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফ থেকে। ব্যবস্থা করা হয়েছে একাধিক স্পেশ্যাল ট্রেনের। জেনে রাখুন বিস্তারিত...
advertisement
2/5
*০৩০২১ হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেন। ট্রেনটি হাওড়া থেকে রাত ৭:৩৫ মিনিটে ছেড়ে পরেরদিন সন্ধ্যা ৭:২০ মিনিটে টুন্ডলা পৌঁছবে। মোট ১৬টি ট্রিপ করবে এই ট্রেন। অন্যদিকে, ০৩০২২ টুন্ডলা-হাওড়া কুম্ভমেলা স্পেশ্যাল টুন্ডলা থেকে সকাল ১১:২০ মিনিটে ছেড়ে পরেরদিন বিকেল ৩:২০ মিনিটে হাওড়া পৌঁছবে। এই ট্রেনটিও ১৬টি ট্রিপ করবে। ট্রেনটি উভয়দিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।
advertisement
3/5
*০৩০২৩ হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশ্যাল হাওড়া থেকে রাত সাড়ে বারো'টায় ছাড়বে। পরেরদিন রাত ০২:৩০ মিনিটে টুন্ডলা পৌঁছবে। অন্যদিকে, ০৩০২৪ টুন্ডলা-হাওড়া কুম্ভমেলা স্পেশ্যাল টুন্ডলা থেকে সকাল ১১:২০-টায় ছাড়বে। ট্রেনটি পরের দিন বিকেল ১৫:২০-টায় হাওড়া পৌঁছাবে। দুটি দিকেই ট্রেনটি ৭টি ট্রিপ করবে। ট্রেনটি যাত্রাপথে পূর্বরেলের উভয়দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে।
advertisement
4/5
*০৩০২৫ হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশ্যাল হাওড়া থেকে সকাল ০৫:৪৫ মিনিটে ছাড়বে। ০৩০২৬ টুন্ডলা-হাওড়া কুম্ভমেলা স্পেশ্যাল টুন্ডলা থেকে সকাল ১১:২০ মিনিটে ছাড়বে। পরেরদিন বিকেল ১৫:২০ মিনিটে হাওড়া পৌঁছবে। এই ট্রেনটি একটি ট্রিপ করবে। অন্যদিকে, ০৩০২৯ হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশ্যাল হাওড়া থেকে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে ছাড়বে। ০৩০৩০ টুন্ডলা-হাওড়া কুম্ভ মেলা স্পেশ্যাল টুন্ডলা থেকে ভোর ৩টেয় মিনিটে ছাড়বে। পরেরদিন ভোর ০৩:৩০ মিনিটে হাওড়া পৌঁছবে।
advertisement
5/5
*কুম্ভমেলা উপলক্ষে হাওড়া-ভিন্দ স্পেশ্যাল ট্রেন চালানো হবে পূর্ব রেলের তরফে। স্পেশ্যাল ট্রেন ছাড়বে মালদহ টাউন স্টেশন থেকেও। সোমবার ১৬ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে টিকিট বুকিং। এই রুটে নিয়মিত আরও বেশ কিছু ট্রেন চলে। সেই ট্রেনগুলিতেও বুকিং করতে পারবেন মহাকুম্ভের যাত্রীরা। মহাকুম্ভের ব্যাপক ভিড় সামাল দিতে বেশ কিছু স্পেশ্যাল ট্রেনের আয়োজন করা হয়েছে। যার ফলে সুবিধা হবে যাত্রীদের।
বাংলা খবর/ছবি/দেশ/
Rail: পুন্য অর্জনে মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা? রাজ্যের কোন কোন শহর থেকে পাবেন ট্রেন? জানুন বিস্তারিত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল