advertisement
1/6

স্মার্টফোন হাতে থাকলে কী না হয় আজকাল ৷ খিদে পাচ্ছে, খাবার আপনার দোড়গোড়ায় ৷ নতুন জামা চাই, তাও চলে আসবে আপনার বাড়ির দরজায় ৷ হলুদ ট্যাক্সি না পেলে, মোবাইল খুলে অ্যাপ ক্যাব ! ব্যস, টুক করে আপনার সামনে ট্যাক্সি এসে হাজির ৷ তবে এই সব এখন বেশ পুরনো ৷ কারণ, এবার গাড়ির তেল পৌঁছে যাবে আপনার বাড়িতেই !
advertisement
2/6
বহুদিন ধরেই ইন্ডিয়ান অয়েল এই নিয়ে নানরকম পরীক্ষা-নীরিক্ষা করছিল ৷ তবে এবার তা একেবারে সফল ৷ ইন্ডিয়ান অয়েল এবার নিয়ে এসেছে নতুন অ্যাপ ৷ যা কিনা বাড়িতেই পৌঁছে দেবে আপনার গাড়ির জ্বালানি ৷
advertisement
3/6
ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে এই ব্যবস্থা শুধুই ডিজেলের জন্য ৷ পেট্রোল পাওয়া অবশ্য যাবে না বাড়ি বসে ৷
advertisement
4/6
এ ক্ষেত্রে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তেলের গাড়ি৷ সঙ্গে থাকবে পাম্পের মতো মেশিন৷ ২০০ লিটার থেকে ২,৫০০ লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে৷
advertisement
5/6
ইন্ডিয়ান অয়েলের তফ থেকে জানানো হয়েছে, অ্যাপ দিয়েই প্রয়োজন মতো তেল বুক করা যাবে৷ ফলে যাঁদের বাড়ি পাম্প থেকে দূরে, তাঁদের পক্ষে এই অ্যাপ খুবই কার্যকরী ৷
advertisement
6/6
এমনকী, গাড়িতে তেল শেষ হয়ে গেলেও আর কোনও অসুবিধা নেই৷ চলন্ত পেট্রোল পাম্প লোকেশন দেখে পৌঁছে যাবে আপনার কাছে৷