advertisement
1/9

পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিল ভারত। ভোররাতে টার্গেট নির্দিষ্ট করে হামলা। ১২ মিরাজের ২১ মিনিটের নিখুঁত অপারেশন। ভারতের এই বদলাতে খুশি হয়েছেন দেশবাসী (Image: Rajesh Saple, Network 18)
advertisement
2/9
(Image: Rajesh Saple, Network 18)
advertisement
3/9
ঘাতক লেজার গাইডেড মিসাইল ও বম্ব ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হল জইশ,লস্কর, হিজবুল মুজাহিদিনের যৌথ জঙ্গি ঘাঁটি। ধ্বংস জইশের কন্ট্রোল রুম আলফা থ্রি। (Image: PTI)
advertisement
4/9
মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জইশ-এ-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করল ভারতীয় বায়ু সেনা।
advertisement
5/9
প্রস্তুতি শুরু হয়েছিল পুলওয়ামার ঘটনার পরই। এয়ারস্ট্রাইকের ছক কষেন বায়ুসেনা প্রধান বিএস ধনিয়া। সেই মত শুরু হয় মণিটরিং।
advertisement
6/9
ঘাতক লেজার গাইডেড মিসাইল ও বম্ব ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হল জইশ,লস্কর,িহজবুল মুজাহিদিনের যৌথ জঙ্গি ঘাঁটি। ধ্বংস জইশের কন্ট্রোল রুম আলফা থ্রি। (Image: Rajesh Saple, Network 18)
advertisement
7/9
অপারেনের জন্য বাছা হয় দুটি স্কোয়াড্রন ও বারোটি মিরাজ।
advertisement
8/9
মুম্বই এর বিভিন্ন জায়গায় তিরাঙ্গা উড়িয়ে জয়োল্লাস করেছেন দেশবাসী ৷ (Image: Rajesh Saple, Network 18)
advertisement
9/9
জলন্ধর ও আগ্রার এয়ারবেস থেকে বালাকোটের উদ্দেশ্যে রওনা দেয় বারোটি মিরাজ 2000 যুদ্ধবিমান।