India Pakistan: পাক ড্রোনের হামলা থেকে অল্পের জন্য রক্ষা, জয়সলমীরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ৯টি পাখির ছানা! কেন? জানুন আসল গল্প
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Great Indian Bustard chicks: নিরাপত্তা বাড়ানো হয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখির নিরাপত্তা! রীতিমতো কড়া নিরাপত্তায় এই পাখির সদ্যজাত কয়েকটি ছানাকে এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয়েছে।
advertisement
1/10

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনও অব‍্যাহত। নিরাপত্তার কড়াকড়ি ব‍্যবস্থা। কিন্তু কেবল মানুষ নয়, কড়া নিরাপত্তার বেড়াজালে ঘিরে ফেলা হয়েছে একটি বিশেষ পাখির নয়টি ছানারও।
advertisement
2/10
নিরাপত্তা বাড়ানো হয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখির নিরাপত্তা! রীতিমতো কড়া নিরাপত্তায় এই পাখির সদ‍্যজাত কয়েকটি ছানাকে এক স্থান থেকে অন‍্যস্থানে স্থানান্তর করা হয়েছে।
advertisement
3/10
পাকিস্তানের ড্রোন উড়ে আসে রাজস্থানে জয়সলমীরে। বাঙালির কাছে ‘সোনার কেল্লা’ খ‍্যাত এই শহর। তবে পাক ড্রোন উড়ে আসার পরেই জয়সলমীরের বেশ কয়েকটি গ্রাম খালি করে ফেলতে হয় বাসিন্দাদের।
advertisement
4/10
জয়সলমীরের বিপন্নপ্রায় পাখি গডাওয়ান (গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড)-এর নিরাপত্তাও তাই বাড়ানো হয়েছে। জয়সলমের গডাওয়ান ব্রিডিং সেন্টার থেকে নয়টি ছানাকে আজমেরে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
5/10
এখানে নিরাপদ কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ বিজ্ঞানীদের উপস্থিতিতে জয়সলমের থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে আজমের সেন্টারে এই ছানাগুলিকে স্থানান্তরিত করেছে।
advertisement
6/10
কোটি কোটি টাকার খরচে গডাওয়ান প্রকল্পের অধীনে বৈজ্ঞানিক পদ্ধতি ও কৃত্রিমভাবে জন্ম নিয়েছে বিপন্নপ্রায় পাখির এই নয়টি ছানা। তাই ছোট্ট ছানাদের স্থানান্তরে নিরাপত্তার এত কড়াকড়ি।
advertisement
7/10
দুই দিন আগে গডাওয়ান সেন্টারের কাছে প্যারাশুট বোমা ও মিসাইল পড়ে। ফলে ভারত-পাক সংঘর্ষের এই ছানাগুলির সংরক্ষণ নিয়েও ঘুম উড়েছিল বন বিভাগের।
advertisement
8/10
গডাওয়ান (গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড) কে বাঁচানোর জন্য রাজস্থানের বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ডব্লিউআইআই) এর বিজ্ঞানীদের দল চব্বিশ ঘণ্টা কৃত্রিমভাবে জন্মানো ছানাগুলির উপর নজর রাখছে।
advertisement
9/10
যোধপুর ও পালি ডিএফও করেছেন এসকর্ট সিসিএফ যোধপুর আরকে জৈন বলেছেন যে সেনাবাহিনী, জেলা প্রশাসনের উপস্থিতিতে সম গডাওয়ান ব্রিডিং সেন্টার থেকে জয়সলমের ডিএফও এর দল ৯টি ছানার বিশেষ অ্যাম্বুলেন্সকে এসকর্ট করে ফালৌদি পর্যন্ত পৌঁছেছে। ফালৌদি থেকে যোধপুর ডিএফও মোহিত গুপ্তা ও দল অ্যাম্বুলেন্সকে পালি পর্যন্ত এসকর্ট করেছে।
advertisement
10/10
পালি ডিএফও ও দল সেখানে থেকে এসকর্ট করে ৯টি ছানাকে বিজ্ঞানীদের উপস্থিতিতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিরাপদে আজমেরের মেন্স লেসার ফ্লোরিকান সেন্টার আরবডে পৌঁছেছে। সব ছানাই নিরাপদে আছে। প্রথম পর্যায়ে ৯টি ছানা আজমের সেন্টারে পৌঁছানোর পরে দ্বিতীয় পর্যায়ের জন্য সরকার থেকে নির্দেশনা চাওয়া হয়েছে।