TRENDING:

গৌতম বুদ্ধের জন্ম নেপালেই, বিতর্কে ইতি টেনে জানিয়ে দিল ভারত

Last Updated:
ভারত গৌতম বুদ্ধকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও নেপালের প্রধানমন্ত্রী শ্রী রামের জন্মস্থান নিয়ে নিজের অবস্থানের অনড় রয়েছেন৷
advertisement
1/6
গৌতম বুদ্ধের জন্ম নেপালেই, বিতর্কে ইতি টেনে জানিয়ে দিল ভারত
বিতর্কে ইতি টেনে গৌতম বুদ্ধকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়ে দিলেন, গৌতম বুদ্ধ নেপালেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই তথ্য নিয়ে ভারতের তরফে কোনও সংশয় নেই৷
advertisement
2/6
শনিবার বণিকসভা সিআইআই-এর একটি অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের করা একটি মন্তব্য থেকে বিতর্কের সূত্রপাত৷ ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধির মতো দুই মহান ভারতীয়কে গোটা বিশ্ব সম্মান করে৷
advertisement
3/6
ভারতের বিদেশমন্ত্রীর এই বক্তব্যেরই প্রবল বিরোধিতা শুরু হয় নেপালের রাজনৈতিক মহলে৷ নেপালের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, গৌতম বুদ্ধ সেদেশের লুম্বিনিতে জন্মেছিলেন, তা প্রতিষ্ঠিত তথ্য৷ গোটা দুনিয়ে এই তথ্যকে মেনে নিয়েছে৷ ফলে এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই৷
advertisement
4/6
নেপালের বিদেশমন্ত্রক আরও বলে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অতীতে বলেছেন যে নেপালেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল৷
advertisement
5/6
এ দিন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, 'বৌদ্ধ ধর্মের যে ঐতিহ্য ভারতেরও রয়েছে, বিদেশমন্ত্রী শুধুমাত্র তারই উল্লেখ করেছেন৷ গৌতম বুদ্ধ যে নেপালের লুম্বিনিতে জন্মগ্রহণ করেছিলেন, তা নিয়ে কোনও সংশয় নেই৷'
advertisement
6/6
ভারত গৌতম বুদ্ধকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও নেপালের প্রধানমন্ত্রী শ্রী রামের জন্মস্থান নিয়ে নিজের অবস্থানের অনড় রয়েছেন৷ তাঁর দাবি, রাম নেপালের চিতবন জেলায় জন্মগ্রহণ করেন৷ সেখানে মন্দির তৈরির তোড়জোড়ও শুরু করেছেন নেপালের প্রধানমন্ত্রী৷
বাংলা খবর/ছবি/দেশ/
গৌতম বুদ্ধের জন্ম নেপালেই, বিতর্কে ইতি টেনে জানিয়ে দিল ভারত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল