TRENDING:

Weather Alert: প্রবল বৃষ্টিতে তছনছ, একের পর এক ব্রিজ ভাসল, তবুও বিয়াস নদীর পাড়ে জেগে ‘এই’ শিব মন্দির

Last Updated:
Weather Alert: কথিত কথা অনুসারে কিছু কিলোমিটার দূরেই বিয়াস নদীর কিনারায় জোগিন্দ্র নগরের লাঁগণা ক্ষেত্রে এই পঞ্চমুখী শিবমন্দির রয়েছে৷
advertisement
1/8
বৃষ্টিতে তছনছ,একের পর এক ব্রিজ ভাসল,তবুও বিয়াস নদীর পাড়ে জেগে ‘এই’ শিব মন্দির
উত্তর ভারতে জোড়া প্রাকৃতিক কারণে তোলপাড়৷  হিমাচল প্রদেশে ভারী বর্ষণে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানালি থেকে মান্ডি ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম৷ বিয়াস নদীতে তুমুল তুফান উঠেছে , প্রবল জলের তোড়ে ভেসে গেছে ব্রিজও৷ ১০০ বছরের পুরনো ব্রিজ এভাবে ভেসে যাওয়া আতঙ্ক চরমে৷
advertisement
2/8
সোশ্যাল মিডিয়ায় লাগাতার পঞ্জবক্ত্র মন্দিরের ছবি শেয়ার করে লিখেছেন, সমস্ত আধুনিক নির্মান কার্য ধ্বংস হয়ে গেছে৷ কিন্তু এই বহু প্রাচীন মন্দির এখনও টিকে রয়েছে৷ উল্লেখ্য মান্ডিতে ভগবান মহাদেবের প্রসিদ্ধ পঞ্চবক্ত মন্দির৷ বিয়াসের পাড়েই মন্দির ৷ বর্ষাকালে অনেক সময়েই এই মন্দির জলমগ্ন হয়ে যায়৷ কিন্তু কখনই এই মন্দির পুরো ডুবে যায় না৷
advertisement
3/8
 মহাদেবের পঞ্চবক্ত্র মন্দিরের শিবলিঙ্গ পাঁচমুখী৷ এই মন্দির স্থাপনা করেন মান্ডির অজবর সেন৷  মনমোহন রচিত বই ‘হিস্ট্রি অফ দ্য মন্ডি স্টেট’ বলা হয়েছে ১৭১৭ -তে যে বন্যা এসেছিল তাতে এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ এমনকি দেবতার মূর্তিও বয়ে গিয়েছিল৷  তারপর সিদ্ধ্র সেনের শাসনকালে (১৬৪৮-১৭২৭) মন্দিরের জীর্ণদ্বার করে নতুন প্রতিমা প্রতিষ্ঠিত হয়৷ কিন্তু পুরনো প্রতিমার কী হয়েছে কেউ জানে না৷
advertisement
4/8
কথিত কথা অনুসারে কিছু কিলোমিটার দূরেই বিয়াস নদীর কিনারায় জোগিন্দ্র নগরের লাঁগণা ক্ষেত্রে এই পঞ্চমুখী শিবমন্দির রয়েছে৷ স্থানীয় মানুষ বলেন এই প্রতিমা বিয়াসের কিনারায় ভেসে এসে একটি গাছে জড়িয়ে গিয়েছিল৷  স্থানীয় মানুষরা বলেন এই গল্প ১৫০ থেকে ২০০ বছরের পুরনো৷ এই বিষয়ের কোনও কোনও সরকারি কনফার্মেশন নেই৷
advertisement
5/8
 শিবের নগরী ছোট কাশী মান্ডিতে তৈরি প্রাচীন মন্দিরের এক সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে৷ মন্দিরে স্থাপিত পঞ্চমুখী শিবের প্রতিমার জন্যে এই মন্দিরের নাম পঞ্চবক্ত্র নাম দেওয়া হয়েছে৷ কোনও অজানার শিল্পীর অপূর্ব শিল্প কর্ম৷
advertisement
6/8
বিয়াস নদীর পাড়েএকাধিক ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে৷ পন্ডোহতে পুরনো লাল ব্রিজ ভেঙে পড়েছে৷ আটোতে ৫০ বছরের পুরনো পুল ভেঙে গেছে৷ কোটলিতেও ব্রিজ ভেঙে গেছে৷
advertisement
7/8
মান্ডিতে পঞ্জবক্ত্র ১০০ বছরের পুরনো ভিক্টোরিয়া পুল যা বহু বছরেও কোনও দিন ক্ষতিগ্রস্ত হয়নি, তাও ভেঙে পড়েছে৷
advertisement
8/8
বিয়াস নদীর পাড়েএকাধিক ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে৷
বাংলা খবর/ছবি/দেশ/
Weather Alert: প্রবল বৃষ্টিতে তছনছ, একের পর এক ব্রিজ ভাসল, তবুও বিয়াস নদীর পাড়ে জেগে ‘এই’ শিব মন্দির
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল