India-Canada Row: শেষে কি আমেরিকাও মুখ ঘুরিয়ে নিল? ধোপে টিকল না কানাডার দাবি, বিরাট জয় ভারতের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
India-Canada Row: ওয়াশিংটনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
advertisement
1/8

বিরাট ধাক্কা খেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফের একবার দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিলেন। আদতে বৃহস্পতিবার তিনি একটি দাবি করেছিলেন। কিন্তু দেখা গেল সেই দাবির সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই।
advertisement
2/8
ওয়াশিংটনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই বৈঠক নিয়ে বৃহস্পতিবার তথ্য দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী।
advertisement
3/8
তিনি বলেছিলেন, অ্যান্টনি ব্লিঙ্কেন তাকে আশ্বস্ত করেছেন জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়টি তোলা হবে।
advertisement
4/8
কিন্তু বাস্তবে দেখা গেল এমন কিছু আদৌ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওয়েবসাইটে বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে কানাডা বা নিজ্জর হত্যার কোনও উল্লেখ নেই।
advertisement
5/8
জানা গিয়েছে, দুই দেশের বৈঠক কেবলমাত্র বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে অংশীদারিত্ব বিষয়ে হয়েছে। সেখানে কানাডা ইস্যু নিয়ে কোনও আলোচনাই হয়নি।
advertisement
6/8
ফলে আগে থেকেই এমন দাবি করে বিপাকে কানাডার প্রধানমন্ত্রী। প্রসঙ্গত তিনি দাবি করেছিলেন হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের হাত রয়েছে।
advertisement
7/8
যদিও কানাডার প্রধানমন্ত্রীর সেই দাবির পরেই তীব্র ভাষায় প্রতিক্রিয়া দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের সমলোচনা করে বিদেশমন্ত্রক গোটা অভিযোগ উড়িয়ে দেয়।
advertisement
8/8
যদিও এই ঘটনার পর থেকেই ভারতীয় এজেন্সিগুলি সক্রিয় হয়েছে। দেশজুড়ে এবং দেশের বাইরে থাকা খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক যোগের তদন্ত শুরু হয়েছে।