India Bans Sale Of Single Use Plastic Items:১ জুলাই থেকে বন্ধ হতে চলেছে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই মর্মে কড়া নির্দেশিকা জারি হয়েছে৷
advertisement
1/5

আর নয় প্লাস্টিক৷ দেশে এবার ব্যান হতে চলেছে প্লাস্টিক৷ একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের উৎপাদন, আমদানি, স্টকিং, ডিস্ট্রিবিউশন এমনকী বিক্রি এবং ব্যবহারের উপর কড়া নজরদারি শুরু হবে ১ জুলাই থেকে৷ সেদিন থেকে বন্ধ করা হবে এই ধরনের প্লাস্টিকের ব্যবহার৷ আজ, মঙ্গলবার, এই তথ্য সামনে এনেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক৷ পরের মাস থেকে বেশ কয়েকটি জিনিসের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷ মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে, একবার ব্যবহার করার মতো প্লাস্টিক, পলিস্টিরিনের তৈরি কোনও জিনিসই ব্যবহার করা যাবে না৷ এর উৎপাদন, আমদানি, স্টকিংও করা যাবে না ১ জুলাই থেকে৷ এই মর্মে কড়া নির্দেশিকা জারি হয়েছে৷
advertisement
2/5
কী কী পরবে এর আওতায়? বেলুন স্টিক, সিগারেট প্যাক, প্লাস্টিকের প্লেট, কাপ, গ্লাস, চামচ, কাটা চামচ, ছুরি, ট্রে ব্যবহার করা যাবে না৷ একই সঙ্গে নিষেধাজ্ঞা রয়েছে ইয়ার বাড (কান পরিষ্কারের জন্য ব্যবহার হয়), প্লাস্টিকের মিষ্টির বাক্স, পিভিসি ব্যানার যা ১০০ মাইক্রনের নিচে৷
advertisement
3/5
১ জুলাই থেকে এই ধরনের জিনিস পত্র ব্যবহার যাতে না হয়, তার নজর রাখবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ভূমিকাও থাকবে এই নজরদারিতে৷ কোনওভাবে যাতে এই সব জিনিস তৈরি না হয়, এবং তৈরির জন্য কাঁচা মালও যাবে না পৌঁছয় কারখানায়, সেই দিকেও কড়া হতে হবে৷ সেই সব তথ্য রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে তুলে ধরতে হবে৷
advertisement
4/5
যেখানে এধরনের পণ্য তৈরি হত সেখানে যেন আর এগুলো তৈরি না হয়, সেভাবেই নতুন করে বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হবে৷ এই কারবারের সঙ্গে যুক্ত পুরনো ব্যবসায়িক লাইসেন্স বাতিল হয়ে যাবে৷ ফলে নতুন লাইসেন্স পেতে গেলে নতুন নিয়ম মেনে চলতে হবে৷
advertisement
5/5
সিঙ্গল ইউজ প্লাস্টিক কাকে বলে? সহজ উত্তর হল, যেসব প্লাস্টিকের জিনিস একবার ব্যবহার যোগ্য৷ বিশেষ করে বোতল, খাবার প্যাক করার বাটি, পলিথিন প্যাকেট, কফি কাপ ইত্যাদি৷ নিয়ম হল এই প্লাস্টিকের জিনিস একবারের বেশি ব্যবহার করা উচিৎ নয়৷ তবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয় যে প্লাস্টিক, তার ৯৮শতাংশই সিঙ্গল ইউজের বা একবার ব্যবহারের জন্য৷ ২০২১-র একটি সমীক্ষা থেকে এমন তথ্য উঠে এসেছিল৷