TRENDING:

মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশেরও পিছনে পড়বে ভারত, IMF-এর রিপোর্টে অশনি সঙ্কেত

Last Updated:
আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে, তা ভারতের অর্থনীতির জন্য সত্যিই উদ্বেগজনক ৷ তাতে বলা হয়েছে, চলতি বছরে ভারতের অর্থনীতি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হতে পারে৷
advertisement
1/8
মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশেরও পিছনে পড়বে ভারত, IMF-এর রিপোর্টে অশনি সঙ্কেত
মাথাপিছু জিডিপি-র নিরিখে বাংলাদেশেরও পিছনে চলে যেতে পারে ভারত৷ আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফ-এর তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে৷ এর থেকেই স্পষ্ট, করোনা অতিমারির ধাক্কায় কত বড় সঙ্কটের মুখে পড়েছে ভারতীয় অর্থনীতি৷
advertisement
2/8
আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে, তা ভারতের অর্থনীতির জন্য সত্যিই উদ্বেগজনক৷ তাতে বলা হয়েছে, চলতি বছরে ভারতের অর্থনীতি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হতে পারে৷ গত জুন মাসে আইএমএফ-এর তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেই তুলনায় এবারের পূর্বাভাস আরও নেতিবাচক৷ করোনা অতিমারির জেরে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলির মধ্যে যে দেশগুলিতে সবথেকে বেশি সংকোচন হবে, তার মধ্যে অন্যতম ভারত৷
advertisement
3/8
মঙ্গলবার আইএমএফ-এর প্রকাশিত ওয়ার্ল্ড আউলুক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে ভারতে মাথাপিছু জিডিপি ১০.৩ শতাংশ সঙ্কুচিত হয়ে ১,৮৭৭ ডলারে দাঁড়াতে পারে৷ গত জুন মাসে আইএমএফ নিজেদের পূর্বাভাসে জানিয়েছিল, ভারতের জিডিপি ৪.৫ শতাংশ কমতে পারে৷ সেখানে চলতি আর্থিক বছরে বাংলাদেশের মাথা পিছু জিডিপি বেড়ে হতে পারে ১,৮৮৮ ডলার৷
advertisement
4/8
তবে পূর্ভাবাসে অবশ্য একই সঙ্গে দাবি করা হয়েছে, ২০২১ সালেই ৮.৮ শতাংশ বৃদ্ধি নিয়ে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি৷ সেখানে চিনের সম্ভাব্য বৃদ্ধির হার ধরা হয়েছে ৮.২ শতাংশ৷ এই পূর্বাভাস মিলে গেলে আগামী বছরই চিনকে টপকে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলির মধ্যে সবথেকে দ্রুত বৃদ্ধির শিরোপা ফের দখল করবে ভারত৷
advertisement
5/8
পূর্বাভাসে আরও দাবি করা হয়েছে, চলতি আর্থিক বছরে বিশ্ব অর্থনীতি ৪.৪ শতাংশ হারে হ্রাস পেতে পারে৷ ২০২১ সালে ঘুরে দাঁড়িয়ে তা ৫.২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে৷
advertisement
6/8
আইএমএফ-এর এই পূর্বাভাস প্রকাশ্যে আসার পর পরই কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'গত ৬ বছরে ঘৃণায় ভরা বিজেপি-র জাতীয়তাবাদী সংস্কৃতির শ্রেষ্ঠ সাফল্য৷ এবার বাংলাদেশও ভারতকে টপকে যাবে৷'
advertisement
7/8
ইতালি এবং স্পেনকে বাদ দিলে বিশ্বের সবথেকে বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হারে সবথেকে বেশি আঘাত আসতে চলেছে৷ আর বিশ্বের সবথেকে দ্রুত গতিতে বেড়ে চলা বাজারগুলির নিরিখে, ভারতেই সবথেকে বেশি অর্থনৈতিক সঙ্কোচন হচ্ছে৷
advertisement
8/8
BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ব্রাজিলের অর্থনীতি ৫.৮ শতাংশ, রাশিয়া ৪.১ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকার বৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ কমবে৷ সেখানে চিনের অর্থনীতি ১.৯ শতাংশ হারে বাড়তে পারে বলে দাবি আইএমএফ-এর৷Photo- File
বাংলা খবর/ছবি/দেশ/
মাথাপিছু জিডিপি-তে বাংলাদেশেরও পিছনে পড়বে ভারত, IMF-এর রিপোর্টে অশনি সঙ্কেত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল