IMD Winter Update: ঠান্ডার কামড় রাজ্যে রাজ্যে...! দিল্লিতে পারা নামল ১১ বিহারে ১২! কী হতে চলেছে বাংলায়? এল আবহাওয়ার 'নতুন' হুঁশিয়ারি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Winter Update: অবশেষে সপ্তাহশেষেই বদলেছে ঠান্ডার গতি। উত্তর ভারতে শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে যে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
advertisement
1/13

আবহাওয়ার মেগা মুড বদল। অবশেষে শীতের কাঁপন শুরু রাজ্যে রাজ্যে। নভেম্বরের শুরু থেকেই ঠান্ডার বদলে দাপট দেখিয়েছে গরম। এমনকি মাসের অর্ধেক পার হয়ে গেলেও উত্তর ভারতে ঠান্ডা পুরোপুরি এন্ট্রি নেয়নি এতদিন। আজ থেকেই গতি বদলেছে ভারতের আবহাওয়া।
advertisement
2/13
অবশেষে সপ্তাহশেষেই বদলেছে ঠান্ডার গতি। উত্তর ভারতে শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে যে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
advertisement
3/13
পশ্চিম ভারতের রাজস্থানের কাছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ায় একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাতের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।
advertisement
4/13
এর কারণে উত্তর ভারতের সমভূমিতে তাপমাত্রার পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। পঞ্জাব, দিল্লি, হরিয়ানা এবং পূর্ব উত্তর প্রদেশের পাশাপাশি বিহারের ২০টি জেলায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এসে থেকেছে বারো ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
5/13
আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুসারে, গত ২৪ ঘণ্টায় দিল্লি এনসিআর-সহ উত্তর ভারতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। কিন্তু, রাজস্থান, গুজরাত, অসম, মেঘালয়, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে।
advertisement
6/13
রাজধানী দিল্লিতে শনিবার রাতে এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি, পূর্ব ভারতে আগামী দু’দিনে, পশ্চিম ভারতে ২ থেকে ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা।
advertisement
7/13
আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশাও উত্তর ভারতে বিরাজ করছে। ইতিমধ্যেই বিহারে তাপমাত্রার ক্রমাগত রেকর্ড হ্রাস দেখা যাচ্ছে। অন্যদিকে রাজ্যটি ঘন কুয়াশার কবলে পড়েছে আজও।
advertisement
8/13
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ১৭ নভেম্বর রবিবার বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে খুব ঘন কুয়াশা থাকবে। এ জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধি দফতর। পঞ্জাব, পশ্চিম রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং হিমাচল প্রদেশেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
9/13
আবহাওয়া দফতর পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম এবং পূর্ব উত্তর প্রদেশে ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে।
advertisement
10/13
বাংলায় বইছে উত্তুরে হাওয়া। সামান্য হলেও আগামী ৪৮ ঘণ্টায় আরও নামবে পারদ। উইকেন্ডে রাজ্যজুড়েই শীতের আমেজ থাকবে। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহ জুড়ে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
11/13
উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা।
advertisement
12/13
আজ ও কাল ঘন কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর ও দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। এমনি সতর্ক বাণী হাওয়া অফিসের। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এই চার জেলায় মাঝারি কুয়াশা সকালের দিকে। পরে দিনভর পরিস্কার আকাশ।
advertisement
13/13
কলকাতাউইকেন্ডে মনোরম আবহাওয়ার সঙ্গে হালকা শীতের আমেজ শহরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।আরও নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ মাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। সতর্ক করল আলিপুর। সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই।