IMD WB Weekly Weather Forecast: বদলাচ্ছে আবহাওয়া! ২৫ ডিসেম্বরের প্ল্যান পণ্ড বৃষ্টিতে? সপ্তাহব্যাপী আবহাওয়ার আপডেট দিল আলিপুর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
IMD West Bengal Weekly Weather Forecast: শনিবার রাজ্যের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার ঘন কুয়াশায় ঢাকবে রাজ্যের বেশ কয়েকটি জেলা, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
1/8

*দক্ষিণবঙ্গের আট জেলায় আজ, শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, শনিবার রাজ্যের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার ঘন কুয়াশায় ঢাকবে রাজ্যের বেশ কয়েকটি জেলা, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ফাইল ছবি।
advertisement
2/8
*সমুদ্রে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার সঙ্গে সংযুক্ত ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছে বাঁক নিয়েছে। ফাইল ছবি।
advertisement
3/8
*আজ ২০ ডিসেম্বর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে। এদিকে ২০ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। ফাইল ছবি।
advertisement
4/8
*২০ তারিখ উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে। তবে কোথাও বৃষ্টি হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। ফাইল ছবি।
advertisement
5/8
*২১ ডিসেম্বর বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। ফাইল ছবি।
advertisement
6/8
*২১ ডিসেম্বর ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এদিকে উত্তরের দুই পাহাড়ি জেলার কোথাও কোথাও সেদিন তুষারপাত হতে পারে। ফাইল ছবি।
advertisement
7/8
*২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলার কোনও জেলায় তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন হবে না। ২৩ তারিখের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে। ফাইল ছবি।
advertisement
8/8
*আলিপুরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২১-২৩ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। ২৪ ডিসেম্বর ১৫ ডিগ্রির কাছাকাছি, ২৫ ডিসেম্বর তা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ২১ তারিখ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ফাইল ছবি।