IMD Weather Update: ঢুকে পড়ল বর্ষা...! বঙ্গোপসাগরে 'এন্ট্রি' নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, বাংলায় ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি কবে? ভবিষ্যৎবাণী জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: অবশেষে ঢুকে পড়ল বর্ষা। এই বছর আগাম বর্ষার আগমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই নিকোবরে প্রবেশ করেছে।
advertisement
1/10

আবহাওয়ার বড় আপডেট। অবশেষে ঢুকে পড়ল বর্ষা। এই বছর আগাম বর্ষার আগমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই নিকোবরে প্রবেশ করেছে।
advertisement
2/10
আজ, মঙ্গলবার ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
advertisement
3/10
পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের ভবিষ্যৎবাণীতে।
advertisement
4/10
এদিকে একাধিক ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বদলাচ্ছে আবহাওয়া। উত্তরপূর্ব অসমে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।
advertisement
5/10
নিম্নচাপ অক্ষরেখার দাপট বাড়ছে। বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তরপূর্ব আরব সাগর পর্যন্ত।
advertisement
6/10
ভিনরাজ্যের আবহাওয়া:আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়। উত্তরবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। প্রবল বর্ষণের সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
7/10
ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
8/10
বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা অন্ধ্রপ্রদেশ, অসম, মেঘালয়, ছত্রিশগড়, রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়ে, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পঞ্জাব, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং বাংলাতে।
advertisement
9/10
এই রাজ্যগুলি থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশংকা থাকবে মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরি ও বিদর্ভতে।
advertisement
10/10
তাপপ্রবাহের সতর্কবার্তা বিহার বাংলা এবং সিকিমে:গরম এবং অস্বস্তিকার আবহাওয়া থাকবে ঝাড়খণ্ড, কেরল, মাহে, তামিলনাড়ু ও পণ্ডিচেরিতে।