IMD Weather Update: ৭ রাজ্যে বৃষ্টি-শিলাবৃষ্টি-বজ্রপাত সতর্কতা...! ৩ রাজ্যে চড়চড়িয়ে চড়ছে পারদ! হলুদ-কমলা Alert! কী হবে বাংলায়...? মেগা আপডেট IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Weather Update: দেশের আবহাওয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বসন্তের শুরুতেই কখনও দাবদাহ আবার কখনও মেঘ-বৃষ্টি বজ্রবিদ্যুতের ধাক্কা। নাজেহাল হাল সাধারণ মানুষের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে পাল্টি খাচ্ছে আবহাওয়ার মুড।
advertisement
1/14

দেশের আবহাওয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বসন্তের শুরুতেই কখনও দাবদাহ আবার কখনও মেঘ-বৃষ্টি বজ্রবিদ্যুতের ধাক্কা। নাজেহাল হাল সাধারণ মানুষের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে পাল্টি খাচ্ছে আবহাওয়ার মুড।
advertisement
2/14
গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির আবহাওয়া ছিল আপাত পরিষ্কার। কিন্তু এবার পারদ নামতে চলেছে দিল্লি-এনসিআরে। ঝড় বৃষ্টির জেরে বেশ কিছুটা কমবে তাপমাত্রা। ভারতের আবহাওয়া দফতর দিল্লি-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
advertisement
3/14
শনিবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক অন্য কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে।
advertisement
4/14
আবহাওয়া অধিদফতর বলছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ মেঘলা থাকবে। আগামী দু'দিন এর প্রভাব দেখা যাবে। আজ অর্থাৎ ১ মার্চ, নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি রেকর্ড করা হতে পারে।
advertisement
5/14
সতর্কতা রয়েছে আরও। শিলাবৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। শনিবারও এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে কারণ পাহাড়ের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এখন দুর্বল হয়ে পড়ছে। এ কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/14
কেমন থাকবে উত্তর প্রদেশের আবহাওয়া?আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে পশ্চিম উত্তর প্রদেশের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তর প্রদেশের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৪ মার্চ পর্যন্ত পুরো উত্তরপ্রদেশে একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।
advertisement
7/14
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসও বইতে পারে এই সময়। বজ্রপাতের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ওঠানামা চলতে থাকবে।
advertisement
8/14
বিজনোর, মিরাট, মোরাদাবাদ, রামপুর, সাহারানপুর, সিদ্ধার্থনগর এবং আশেপাশের এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে IMD।
advertisement
9/14
বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডেওআবহাওয়া দফতরের মতে, আজ এবং ২ মার্চ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তরাখণ্ডে ১ এবং ৩ মার্চ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ মার্চের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
10/14
হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি গাড়ওয়াল, দেরাদুন, পাউরি গাড়ওয়াল, পিথোরাগড়, বাগেশ্বর, আলমোড়া, চম্পাওয়াত, নৈনিতাল, উধম সিং নগর এবং উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায়।
advertisement
11/14
এই রাজ্যগুলির অবস্থা কেমন হবে?দেশের পার্বত্য অঞ্চলে তুষারপাত, সমতল ভূমিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
12/14
ওড়িশা, তামিলনাড়ু ও কর্ণাটকে ক্রমাগত তাপমাত্রার পারদ বাড়ছে। আগামী দিনে এই রাজ্যগুলির তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ার কিছু অংশেও বৃষ্টি প্রত্যাশিত। ২ মার্চ পঞ্জাবের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
13/14
কেমন থাকবে বাংলার আবহাওয়া?আপাতত পরিষ্কার আকাশ থাকবে আজ। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শনিবার পর্যন্ত ও রাজ্যে শুষ্ক আবহাওয়া। কলকাতায় দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সর্বোচ্চ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
14/14
রাতের তাপমাত্রাও ২২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।