TRENDING:

IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল

Last Updated:
হঠাৎ করেই ধাঁইধাঁই করে চড়ছে তাপমাত্রার পারদ, গরমের নাজেহাল হওয়ার দিন আসছে এগিয়ে, বঙ্গে বৃষ্টির কী হাল হদিশ, রইল ওয়েদার আপডেট...
advertisement
1/9
কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল
নয়াদিল্রি: এবারের গরমে মালুম পাবে গোটা দেশ অন্তত  শীত  বিদায় নিতে না নিতেই রাজ্যে রাজ্যে আবহাওয়ার যা খেল শুরু হয়েছে তাতে পরিস্থিতি নিঃসন্দেহে ভয় দেখাতে শুরু করেছে। আইএমডি নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে  দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে  ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও সেটা গড়ে ৩- ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখা যাচ্ছে৷
advertisement
2/9
কিন্তু তারইমধ্যে সকালে বেশিরভাগ রাজ্যেই আকাশ কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
advertisement
3/9
পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, ওড়িশা, হরিয়ানা, রাজস্থান , মধ্যপ্রদেশ,বিদর্ভ, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ সর্বত্র সর্বোচ্চ তাপামত্রাও স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে৷
advertisement
4/9
অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এর পরে তাপমাত্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/9
মৌসম ভবনের পূর্বাভাস বলছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটতে চলেছে, যার কারণে পার্বত্য রাজ্যগুলির আবহাওয়া বদলে যাবে দ্রুত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে, ২৫ এবং ২৬ শে ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরে অন্যদিকে ২৬ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/9
স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুসারে, ২৫ ফেব্রুয়ারি থেকে পশ্চিম হিমালয়কে প্রভাবিত করতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আজ পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
advertisement
7/9
দেশের কিছু অংশ, বিশেষত, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সিকিমে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। প্রতীকী ছবি 
advertisement
8/9
গত ২৪ ঘণ্টার আবহাওয়া: উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি ও তুষারপাত হয়েছে।
advertisement
9/9
অস্বস্তি পরিস্থিতি বিদ্যমান বঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার জেরে হিমাচল প্রদেশ-সহ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। এ ছাড়া পাদদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: কোথাও সূর্য জ্বালাবে! কোথাও ঝমঝম বৃষ্টিতে নাজেহাল, আপনার রাজ্যে কী হাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল