IMD Weather Update: আগামী ৩ দিন...! ভারী-অতি ভারী বৃষ্টি কাঁপাবে ১৫ রাজ্য, ৪০-৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হুঁশিয়ারি, শনি-রবি-সোম কী পূর্বাভাস বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ ভয়াবহ পরিস্থিতি। অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যে রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে আগামী তিন দিনে দেশের বহু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।
advertisement
1/15

ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে দেশের একাধিক রাজ্যে দুর্যোগপূর্ণ ভয়াবহ পরিস্থিতি। অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যে রাজ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে আগামী তিন দিনে দেশের বহু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা।
advertisement
2/15
আইএমডি-র দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ২১ থেকে ২৪ অগাস্ট উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব, মধ্য এবং দক্ষিণ ভারতের অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/15
ভিন রাজ্যের আবহাওয়া:বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি । অরুণাচল প্রদেশেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
advertisement
4/15
ভারী বৃষ্টির পূর্বাভাস:অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। রাজস্থান, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/15
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।
advertisement
6/15
জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এই অঞ্চলগুলিতে।
advertisement
7/15
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, উত্তরাখণ্ডে।
advertisement
8/15
স্ট্রং সারফেস উইন্ড সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র এবং কচ্ছে। পূর্ব মধ্য আরব সাগর এবং কঙ্কন উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে। ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের হুঁশিয়ারি।
advertisement
9/15
পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল হবে। শ্রীলঙ্কা উপকূল ও কোমোরিনে সমুদ্র উত্তাল হবে।
advertisement
10/15
দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে। পশ্চিম মধ্য আরব সাগরে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস হইতে পারে।
advertisement
11/15
আবহাওয়ার সিস্টেম:নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।
advertisement
12/15
মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা বিকানির, শিখর, বান্দা, ডালটনগঞ্জ জামশেদপুর কাঁথি র ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
13/15
মধ্যপ্রদেশ কচ্ছ এবং উত্তর পূর্ব অসমে রয়েছে আপার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। গুজরাত থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অফশোর অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু ডিভিশনে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
14/15
বাংলার আবহাওয়া: দক্ষিণবঙ্গে আজ, শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
15/15
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচের দিকে থাকবে।