TRENDING:

IMD Weather Update: বঙ্গোপসাগরে আসছে 'অশনি'...! সেপ্টেম্বরের শুরুতেই কাঁপাবে ৮ রাজ্য! কী হবে বাংলায়? আবহাওয়ার বিরাট সতর্কতা জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: গুজরাতের উপর গভীর নিম্নচাপের জের থাকতে থাকতেই এবার বঙ্গোপসাগরের উপর আরেকটি মৌসুমী অক্ষরেখা তৈরি। যা নিম্নচাপে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা আবহাওয়াবিদদের।
advertisement
1/13
বঙ্গোপসাগরে আসছে 'অশনি'...! সেপ্টেম্বরের শুরুতেই কাঁপাবে ৮ রাজ্য! কী হবে বাংলায়?
গুজরাতের উপর গভীর নিম্নচাপের জের থাকতে থাকতেই এবার বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমী অক্ষরেখা তৈরি। যা নিম্নচাপে পরিণত হওয়ার সমূহ আশঙ্কা আবহাওয়াবিদদের।
advertisement
2/13
মৌসম ভবন অবশ্য জানাচ্ছে এই সিস্টেম পূর্ববর্তী নিম্নচাপের মতো শক্তিশালী নাও হতে পারে। তবে এর জেরে দেশজুড়ে মৌসুমী কার্যকলাপ অনেক অংশে জোরালো থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
3/13
পূর্ববর্তী সিস্টেমের তুলনায় এর ট্র্যাকটি একইরকম শক্তিশালী নাও হতে পারে তবে দেশের পূর্ব, মধ্য এবং উত্তর অংশগুলিকে ব্যাপক হারে ভিজানোর জন্য যথেষ্ট হতে চলেছে এই নিম্নচাপ।
advertisement
4/13
একটি বিস্তৃত ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য, উত্তর-পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে চিহ্নিত করা হয়েছে, মধ্য-ট্রপোস্ফিয়ারিক স্তর পর্যন্ত এটি বিস্তৃত। এর প্রভাবে একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
advertisement
5/13
নিম্নচাপটি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠিত হতে পারে বলে মনে করছে মৌসম ভবন। নিম্নচাপের কেন্দ্রীয় অঞ্চলটি পশ্চিম দিকে সরে যাবে, পরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশার উপকূলরেখার কাছাকাছি পৌঁছতে পারে নিম্নচাপটি।
advertisement
6/13
৩১শে অগাস্ট, নিম্নচাপটি ওডিশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশের উপকূলীয় অংশ বরাবর স্থলভাগের উপর দিয়ে আংশিকভাবে সরে যাবে এবং প্রধানত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত থাকবে।
advertisement
7/13
এর ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এই নিম্নচাপটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং রাজস্থানকে প্রভাবিত করে পশ্চিম দিকে অগ্রসর হবে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এই রাজ্যগুলিতে।
advertisement
8/13
বৃহস্পতিবার ২৯ অগাস্ট পূর্বমধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি পরবর্তী দুদিনের মধ্যে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
advertisement
9/13
নিম্নচাপ অঞ্চলের প্রভাবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
10/13
তবে মোটের উপর এই নিম্নচাপের জেরে বাংলার উপকূল অঞ্চলে অপেক্ষাকৃত কম চাপের ক্ষেত্র থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পূর্ব -মধ্য, উত্তর-পূর্ব এবং উত্তরবঙ্গের উপত্যকায় একটি বড় পরিসর জুড়ে একটি সিস্টেম রয়েছে। যা মধ্য ট্রোপোস্ফেরিক স্তর পর্যন্ত বিস্তৃত।
advertisement
11/13
নিম্নচাপের কেন্দ্রীয় অঞ্চল পশ্চিমবঙ্গ ও ওডিশা জুড়ে উত্তর-পশ্চিম বাংলার উপত্যকার দিকে এগিয়ে যাবে। ৩১ অগাস্ট এটি নিম্নচাপের অংশ হিসাবে ওড়িশা এবং উত্তর আন্ধ্রপ্রদেশের উপকূলে ও উত্তর-পশ্চিম বাংলার খাড়ি এলাকায় প্রভাব পড়বে।
advertisement
12/13
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
13/13
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: বঙ্গোপসাগরে আসছে 'অশনি'...! সেপ্টেম্বরের শুরুতেই কাঁপাবে ৮ রাজ্য! কী হবে বাংলায়? আবহাওয়ার বিরাট সতর্কতা জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল