IMD Cyclonic Circulation: উত্তর-পূর্ব ভারতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, বাংলায় কবে থেকে কমবে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস? রইল বড় আপডেট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অন্যদিকে, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, গুজরাত এবং উড়িষ্যায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে।
advertisement
1/7

উত্তর ভারতে আবহাওয়া খারাপ হবে তার পূর্বাভাস আগেই ছিল। পূর্ব এবং উত্তরপ্রদেশে শিলাবৃষ্টির পর বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং পশ্চিমবঙ্গে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
2/7
অন্যদিকে, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, গুজরাত এবং উড়িষ্যায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
3/7
দক্ষিণ ভারতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, অন্যদিকে পূর্বদিকের রাজ্যগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। (প্রতীকী ছবি)
advertisement
4/7
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির ছবি দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টাতেও দেখা যাবে একই ছবি। (প্রতীকী ছবি)
advertisement
5/7
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বেশি প্রভাব পড়তে চলেছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বিশেষ করে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। তবে কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ কিলোমিটারের মধ্যে। শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। তালিকায় মালদহ, দুই দিনাজপুর, কালিম্পং। (প্রতীকী ছবি
advertisement
7/7
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। পাশাপাশি রয়েছে পশ্চিমী ঝঞ্জা। দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি বেড়েছে বঙ্গে। বৃষ্টির ফলে গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ২৪ তারিখ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। (প্রতীকী ছবি)