IMD Weather Alert: আগামী ৩ দিন কাঁপিয়ে বৃষ্টি 'এই' রাজ্যগুলিতে...! হলুদ-কমলা সতর্কতা! IMD জারি করল অ্যালার্ট! বৃষ্টির তাণ্ডব বাংলাতেও?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Weather Alert: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ব্যাপক বদলাচ্ছে দেশের আবহাওয়া। ইতিমধ্যেই পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়ে গিয়েছে। আগামী তিন দিনের জন্য উত্তর ভারতে ঝড় বৃষ্টির তুমুল সতর্কতা। আগামী তিন দিন আবহাওয়ার চরম খেল হতে চলেছে রাজ্যে রাজ্যে।
advertisement
1/16

সমতল ভূমিতে মুষলধারে বৃষ্টি। জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী তুষারপাত! আগামী তিন দিন আবহাওয়ার চরম খেল হতে চলেছে রাজ্যে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ ক্রমশ বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ।
advertisement
2/16
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার থেকে পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি-সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/16
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ব্যাপক বদলাচ্ছে দেশের আবহাওয়া। ইতিমধ্যেই পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়ে গিয়েছে। আগামী তিন দিনের জন্য উত্তর ভারতে ঝড় বৃষ্টির তুমুল সতর্কতা।
advertisement
4/16
জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং সমতল ভূমিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই যা আগামী তিন দিন লাগাতার চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
5/16
পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের সমতলভূমিতে আবহাওয়ার ফের বড়সড় পরিবর্তন হয়েছে। সোমবার থেকে পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি-সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে।
advertisement
6/16
আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। সোমবার এসব এলাকায় ভারী বৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
advertisement
7/16
অন্যদিকে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ১৯ এবং ২০ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের বেশিরভাগ এলাকায় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত-সহ ভারী মাত্রায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।
advertisement
8/16
এই সময়, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব রাজস্থান এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে।
advertisement
9/16
১৯ এবং ২০ ফেব্রুয়ারি পঞ্জাবের কিছু জায়গায় এবং হরিয়ানার অনেক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৪৫-৫০ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
10/16
উভয় রাজ্যের পাশাপাশি চণ্ডীগড়ের কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি সোমবারের জন্য কমলা সতর্কতা এবং মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করেছে।
advertisement
11/16
জম্মু-কাশ্মীরে গান্দেরবাল জেলার বালতালে ভারী তুষারপাতের কারণে শ্রীনগর-লেহ হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ। আবহাওয়া অধিদফতর ইতিমধ্যে তিন দিন ভারী থেকে অতি ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে। পর্যটন কেন্দ্র সোনামার্গেও বরফ পড়েছে। একইসঙ্গে উধমপুরেও ভারী বৃষ্টি হয়েছে।
advertisement
12/16
এদিকে বাংলাতেও শীতের ব্যাটিং শেষ। আবহাওয়ার নতুন খেলা শুরু জেলা থেকে কলকাতা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। বসন্তের হাওয়া জানান দিচ্ছে বাংলায়। পশ্চিমের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গ জুড়েই অন্য মেজাজ আকাশের।
advertisement
13/16
আলিপুরের পূর্বাভাস জানাচ্ছে, উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা শীতের আমেজ আরও কিছুদিন চলবে। তবে আগামী ৩/৪ দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের বেলায় উষ্ণতা, গরমের ভাব, হাঁসফাঁস একলাফে কয়েক ধাপ বাড়বে।
advertisement
14/16
বাংলার জেলায় জেলায় ফের শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা। বুধবার, অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের দিন বৃষ্টির সম্ভাবনা বাংলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
advertisement
15/16
আশঙ্কা বজ্রপাতের। পরদিন বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
advertisement
16/16
আবহাওয়া পূর্বাভাস বলছে, আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে সোম ও মঙ্গলবার। এই দুদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তেমনভাবে। সোম ও মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন না হলেও বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বেশি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূমে।