IMD Weather Alert: এবার ঝেঁপে ঝড়-শিলাবৃষ্টির বিরাট পূর্বাভাস, আবহাওয়ার খবরে তোলপাড় দেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
IMD Weather Alert: ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক এলাকায়।
advertisement
1/7

নতুন করে দেশের একাধিক অংশে ঝড়-বৃষ্টির বিরাট পূর্বাভাস মৌসম ভবনের। উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় ২৩ থেকে ২৫ মার্চ শিলাবৃষ্টি ও মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
2/7
হিমালয়ের পশ্চিমাংশে বৃহস্পতি ও শুক্রবার হাল্কা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসব ভবন। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের একাংশ, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে বৃষ্টি হতে পারে।
advertisement
3/7
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের দক্ষিণাংশেও। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, তামিলনাড়ুর কিছু অংশ ও কেরালায়। আগামী ২ দিন বৃষ্টি হবে এই রাজ্যগুলিতে।
advertisement
4/7
তবে মধ্য ভারতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও মেঘালয়ে।
advertisement
5/7
এপ্রিল ও মে মাসে তাপমাত্রা ভীষণ ভাবে বাড়বে গোটা দেশেই। তারই সঙ্গে এল নিনোর দাপটের পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন। ফলে বৃষ্টি কম হওয়ার আশঙ্কা থাকছে।
advertisement
6/7
বিগত বেশ কিছুদিন ধরেই বাংলার বিভিন্ন জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের সম্ভাবনা অনুসারী হয়েছে আবহাওয়ার পরিবর্তন। বিগত কয়েকদিন দেখা গিয়েছে কোথাও কালবৈশাখী, আবার কখনও দমকা হওয়া, আবার কখনও মুষলধারে বৃষ্টি।
advertisement
7/7
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছিল, বুধবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।