অত্যাধুনিক র্যাডার, ৬০-৮০ শতাংশ সঠিক পূর্বাভাস, পরিষেবা উন্নতিতে একগুচ্ছ পদক্ষেপ আইএমডি-র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগামী বর্ষার আগেই কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে হবে এই সিস্টেম
advertisement
1/4

সোমবার মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, কলকাতা-সহ ভারতের নানা অংশে নতুন র্যাডার সিস্টেম আপডেট করা হবে। অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে আসছে আরও একটি এক্স ব্যান্ডের রাডার। এর ফলে উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহ করা অনেকটাই সহজ হবে। Story: Biswajit Saha
advertisement
2/4
সাংবাদিক সম্মেলনে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এখন থেকে আইএমডি কালবৈশাখী ছাড়া সমস্তরকম আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে। ৬০-৮০ শতাংশ আবহাওয়ার পূর্বাভাস সঠিক হবে।
advertisement
3/4
আএমডি জানিয়েছে, আগামী বর্ষার আগে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আরও সঠিক হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতেও পদক্ষেপ করা হচ্ছে।
advertisement
4/4
আগামী বর্ষার আগেই কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে হবে এই সিস্টেম। কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুত রাখতে হবে ব্যবস্থা? এই সমস্তই থাকবে এই সিস্টেমে