IMD weather forecast: ১২৩ বছরে এত গরম পড়েনি! লা নিনা নয়, নভেম্বরে অন্য বিপদের আশঙ্কা আবহাওয়া দফতরের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IMD Latetst Weather Update: বর্ষাকাল বিদায় নিয়েছে, এবার শীতের পালা। কালীপুজোও শেষ হয়ে গেল, এবার অপেক্ষা কবে ঠান্ডা পড়বে। তাই নভেম্বর মাসের শীত নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর।
advertisement
1/6

বর্ষাকাল বিদায় নিয়েছে, এবার শীতের পালা। কালীপুজোও শেষ হয়ে গেল, এবার অপেক্ষা কবে ঠান্ডা পড়বে। এই মরশুমের শীতকাল নিয়ে কয়েক বার চর্চায় এসেছে লা নিনা। অর্থাৎ প্রবল ঠান্ডার সম্ভাবনার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। প্রতীকী ছবি।
advertisement
2/6
তবে আবহাওয়া দফতরের তরফে শুক্রবার সতর্ক করা হয়েছে উত্তর-পশ্চিম ভারতে নভেম্বরে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকতে পারে। প্রতীকী ছবি।
advertisement
3/6
সেই সঙ্গে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে ১২৩ বছরের হিসাবে অক্টোবর,অর্থাৎ পুজোর মাস গড় তাপমাত্রা সবচেয়ে বেশি উষ্ণ ছিল। প্রতীকী ছবি।
advertisement
4/6
এই বছর অক্টোবর মাসে দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২৩ ডিগ্রি বেশি। অর্থাৎ ১৯০১ সালের পরে সবচেয়ে বেশি তাপমাত্রা অক্টোবরেই ছিল। প্রতীকী ছবি।
advertisement
5/6
সেই সঙ্গে কবে ঠান্ডা পড়বে এবং অক্টোবর মাসে কেমন ঠান্ডা পড়বে সেই নিয়ে বড় আপডেটও দিয়েছে আইএমডি। ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “দেশে কবে শীত পড়বে সেই নিয়ে আমি কোনও পূর্বাভাস দিচ্ছি না, এমনকি আমরা নভেম্বরকে শীতকাল হিসাবেও বিবেচনা করছি না”। প্রতীকী ছবি।
advertisement
6/6
মৌসম ভবনের এমন বক্তব্যের পরে কিছুটা হলেও স্পষ্ট নভেম্বরের গড় সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। প্রতীকী ছবি।