Typhoon Kong Rey Alert: ৩০ বছরে এমন বিধ্বংসী ঝড় কেউ দেখেনি...! আছড়ে পড়তেই অন্য বাঁক! বিশ্ব জুড়ে প্রভাব, দেখুন আবহাওয়ার পূর্বাভাস!
- Published by:Tias Banerjee
Last Updated:
Typhoon Kong Rey Alert Updates: ভারত থেকে একটু দূরেই তাইওয়ান দ্বীপে আছড়ে পড়েছে ভয়ঙ্কর এক ঝড়। সুপার টাইফুন কং-রে। কী প্রভাব এর জানুন। আবহাওয়ার পূর্বাভাস দেখুন। (IMD Latest Weather Update)
advertisement
1/12

(Typhoon Kong-rey) IMD-র পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ লা নিনা হল দক্ষিণী উষ্ণ বায়ু চলাচল চক্রের শীতল পর্যায়, যা এক প্রাকৃতিক গ্লোবাল জলবায়ু প্যাটার্ন যা প্রশান্ত মহাসাগরে বায়ু এবং সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে জড়িত এবং এটি পৃথিবীজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করতে পারে। যার প্রভাব উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পড়বে৷
advertisement
2/12
এরই মধ্যে হানা দিল ভয়ঙ্কর সেই ঝড়! শুরুতে আবহাওয়া দফতরের অনুমান ছিল ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়বে এই ঝড়। যার নাম সুপার টাইফুন কং-রে।
advertisement
3/12
ভারতের পূর্বে উত্তর প্রশান্ত মহাসাগরের উপরেই দানা বেঁধেছিল এই ঝড়। সদ্য হল ল্যান্ডফল। তছনচ করেছে সেটি গোটা দ্বীপ। তবে, আছড়ে পড়ার সময় গতিবেগ কমে গিয়েছিল অনেকটাই। শক্তি হারিয়ে ১৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এটি বয়ে যায় তাইওয়ানের উপর দিয়ে।
advertisement
4/12
সুপার টাইফুন কং-রে-র প্রভাবে ধুয়েমুছে সাফ তাইওয়ান। ৫০০ জন আহত হয়েছেন এখনও অবধি। মৃতের সংখ্যা ২। সর্বত্র ধ্বংসের ছাপ। গাছ সরাতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর।
advertisement
5/12
ঝড়ের ব্যপক ক্ষয়ক্ষতির মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ৩৬ হাজার সেনা। ধ্বংসস্তূপে আরও অনেকেই চাপা পড়ে থকাতে পারে বলে অনুমান।
advertisement
6/12
ভারতেও কিছু দিন আগে 'দানা'র ঝাপটায় নাজেহাল হয়েছে ওড়িশা-সহ বাংলার উপকূল। কং-রে টাইফুন আরও অনেক গুণ বিধ্বংসী। তাইওয়ান দ্বীপ ছাড়িয়ে এর প্রভাব পড়েছে চিনের বিস্তীর্ণ অংশে।
advertisement
7/12
সাঙহাইতে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তবে এই ঝড়ের প্রভাবে ভারতের আবহাওয়ায় বদল হতে পারে এমন খবর নেই। যদিও দোরগোড়ায় এসেও আটকে আছে শীত। বাতাসে জলীয় বাষ্প জনিত অস্বস্তি কিছুতেই যাচ্ছে না।
advertisement
8/12
দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরলে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। আবার কং-রের পর ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দিল্লিতে বাড়ছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ।
advertisement
9/12
উত্তরবঙ্গে শীতল শুষ্ক বাতাস বইতে শুরু করলেও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই এখনও। কেমন থাকবে এই সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়া? জেনে নিন।
advertisement
10/12
আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শুধুমাত্র উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার প্রভাব। ক্রমশ কমবে তাপমাত্রা।
advertisement
11/12
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা; ধোঁয়াশা। মূলত পরিষ্কার আকাশ; কোথাও আংশিক মেঘলা আকাশ।
advertisement
12/12
রবিবার ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।