Monsoon death: গরম পড়লেই আমরা বৃষ্টি চাই, কিন্তু বৃষ্টিই প্রাণ নিয়েছে ১৫০০ মানুষের! প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Rainfall and thunderstorm death: গরম পড়লেই আমরা অপেক্ষা করি কবে বৃষ্টি আসবে! আমাদের দেশের জলবায়ুর সঙ্গে চাষবাসের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই চাষবাসের জন্য খুবই প্রয়োজন বৃষ্টিপাত।
advertisement
1/5

গরম পড়লেই আমরা অপেক্ষা করি কবে বৃষ্টি আসবে! আমাদের দেশের জলবায়ুর সঙ্গে চাষবাসের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই চাষবাসের জন্য খুবই প্রয়োজন বৃষ্টিপাত।
advertisement
2/5
কিন্তু এই এই বৃষ্টিপাতই শুধু চলতি বছরের প্রথম ৯ মাসে দেশের ১৪৯২ জন মানুষের প্রাণ নিয়েছে, এমনই তথ্য দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
3/5
প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে বন্যা এবং বৃষ্টিপাতের ফলে প্রাণ গিয়েছে ৮৯৫ জন মানুষের। আর বাকি ৫৯৭ জনের মৃত্যু হয়েছে প্রবল ঝড় এবং বজ্রপাতের কারণে।
advertisement
4/5
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বছর ৫২৫টি ভারী বৃষ্টির (১১৫.৬ থেকে ২০৪.৫ মিমি) ঘটনা ঘটেছে, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ, সেই সঙ্গে ৯৬টি অতিভারী বৃষ্টিপাতের (২০৪.৫ মিমির বেশি) ঘটনা ঘটেছে।
advertisement
5/5
বৃষ্টিপাত যে কতটা ভয়াবহ হতে পারে তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। অতি বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতেও বন্যা হয়েছে। এমনকী এখনও অনেক জায়গা প্লাবিত, এর মধ্যেই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে এল।