TRENDING:

EXCLUSIVE: ‘অপারেশন সিঁদুর’ কীভাবে হল? ব্যবহৃত অস্ত্র, সময়সীমা নিয়ে জানুন এক্সক্লুসিভ তথ্য

Last Updated:
How Was Operation Sindoor Executed: জানা গিয়েছে যে, বুধবার রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নির্ভুল হামলা চালিয়ে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে। বাহিনী প্রতিশোধমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, নামটি অনুমোদন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি।
advertisement
1/8
‘অপারেশন সিঁদুর’ কীভাবে হল? ব্যবহৃত অস্ত্র, সময়সীমা নিয়ে জানুন EXCLUSIVE তথ্য
Story-Manoj Gupta: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেই দিয়েছিলেন যে সন্ত্রাসবাদীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে। বুধবার রাতের অপারেশন সিঁদুর সে কথাই অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে দিল। লাইন অফ কন্ট্রোল অতিক্রম না করেও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালাল ভারত। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নির্দোষ পর্যটক হত্যার প্রতিদান দেওয়া হল। (Photo: AP)
advertisement
2/8
জানা গিয়েছে যে, বুধবার ভোর রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নির্ভুল হামলা চালিয়ে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে। বাহিনী প্রতিশোধমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, নামটি অনুমোদন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। (Photo: AP)
advertisement
3/8
CNN-News18-এর সঙ্গে কথা বলার সময়, একজন উর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার সদর দফতর সহ সন্ত্রাসবাদী আস্তানাগুলির বিরুদ্ধে কীভাবে আক্রমণ চালানো হয়েছিল তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। (Photo: AP)
advertisement
4/8
এই অভিযান চলেছিল মোট ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে- ৪টি ছিল পাকিস্তানে এবং ৫টি পাক অধিকৃত কাশ্মীরে। ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনী একজোটে এগুলোতে আঘাত হানে। অভিযানটি ছিল অ-সংস্পর্শ প্রকৃতির, সামরিক পরিভাষায় যাকে কাইনেটিক অ্যাকশন বলা হয়। (Photo: AP)
advertisement
5/8
"নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর্টিলারি স্মার্ট গোলাবারুদ, আরপিএ, যুদ্ধবিমান। ৯টি লক্ষ্যবস্তু ছিল - ২টি ভারতীয় বিমানবাহিনীর এবং ৭টি সেনাবাহিনীর। আমরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করিনি। লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য নির্দিষ্ট নেভিগেশন সিস্টেম ছিল। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অভিযানটি যোগাযোগবিহীন প্রকৃতির ছিল। একে যোগাযোগবিহীন কাইনেটিক অ্যাকশন বলা হয়। অভিযানটি রাত ১টা থেকে ১.৩০টার মধ্যে পরিচালিত হয়েছিল", কর্মকর্তা বলেন। (Photo: AP)
advertisement
6/8
মধ্যরাতের পর ভারতীয় সেনাবাহিনী তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে আক্রমণের কথা ঘোষণা করে। জানা গিয়েছে যে পুরো অভিযানটি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদী শিবির স্থাপনের কথা অস্বীকার করেছে, বলাই বাহুল্য। সেই সঙ্গে, ইসলামাবাদ দাবি করেছে যে ভারত কোনও প্রমাণ ছাড়াই অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। শুধু তা-ই নয়, প্রতিবেশী দেশ এই ভুয়ো খবরও ছড়িয়েছে যে তারা ভারতীয় বিমান ভূপাতিত করেছে, কিন্তু তাদের এই দাবির সপক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি। (Photo: AP)
advertisement
7/8
জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে ভারত বিমান হামলা চালিয়েছে। কর্মকর্তা ও সূত্রের মতে, বাহাওয়ালপুর, মুরিদকে এবং কোটলিতে গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করা গিয়েছে। (Photo: AP)
advertisement
8/8
সূত্র সিএনএন-নিউজ18-কে জানিয়েছে যে, পাকিস্তান থেকে পরিচালিত উভয় গোষ্ঠীর নেতৃত্ব ভেঙে ফেলার জন্যই এই হামলা চালানো হয়েছিল। "জৈশ এবং লস্করের প্রধান ঘাঁটিগুলিতে সফলভাবে আঘাত করা হয়েছে। ভারতের পূর্ববর্তী প্রতিক্রিয়ার চেয়ে এই হামলার প্রভাব বেশি", একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। (Photo: AP)
বাংলা খবর/ছবি/দেশ/
EXCLUSIVE: ‘অপারেশন সিঁদুর’ কীভাবে হল? ব্যবহৃত অস্ত্র, সময়সীমা নিয়ে জানুন এক্সক্লুসিভ তথ্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল