Hiraben Modi Dies At 99 : প্রয়াত মোদি-জননী! স্মৃতির সরণি বেয়ে ফিরে দেখা মা-সন্তানের পুরনো অ্যালবাম
- Published by:Rachana Majumder
Last Updated:
মাত্র দিন কয়েক আগে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন নরেন্দ্র মোদি।
advertisement
1/8

প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর। মায়ের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী।
advertisement
2/8
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি গত জুন মাসেই ১০০ বছরে পা রেখেছিলেন। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে দেখা করতে গান্ধীনগরে এসেছিলেন। তিনি মা হীরাবেন মোদির আশীর্বাদ নিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
advertisement
3/8
কয়েকদিন আগেই প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রীর মা। তারপরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরেই হীরাবেন মোদিকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করেন।
advertisement
4/8
মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা বারবার ভাগ করে নিয়েছেন মোদি৷ সম্প্রতি মা-ছেলের চা খাওয়ার ভিডিও মুগ্ধ করেছিল দর্শকদের৷
advertisement
5/8
মাত্র দিন কয়েক আগে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন নরেন্দ্র মোদি।
advertisement
6/8
১৮ জুন ১৯২৩-এ তাঁর জন্ম৷ সম্প্রতি শতবর্ষ ছুঁয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকতেন তাঁর মা৷
advertisement
7/8
প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম জন্মদিনে কোনও নিরাপত্তা ছাড়াই মায়ের সঙ্গে দেখা করতে গান্ধিনগরে যান মোদি।
advertisement
8/8
বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, হীরাবেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে আচমকা ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি।