পঙ্গপালের জন্য হাই অ্যালার্ট জারি বহু রাজ্যে, বাংলা কি নিশ্চিন্তে থাকতে পারে?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

একদিকে দেশে করোনার প্রকোপ থেকে বাঁচতে চলছে লকডাউন৷ অনেকটাই নিম্নমুখী দেশের অর্থনীতির গ্রাফ৷ তার মধ্যে শস্য শেষ করছে ঝাঁকে ঝাঁকে আসা পঙ্গপাল৷ বড়েছে গভীর চিন্তা৷
advertisement
2/7
হাওয়ার গতি যদি পঙ্গপালের সহায় থাকে তাহলে তারা উড়ে যেতে পারে রাজধানী দিল্লির দিকে৷ এই আশঙ্কাই করা হচ্ছে৷ সোমবার রাজস্থানের জয়পুর শহরে তছনছ করার পর এবার তাদের গন্তব্য হতে পারে রাজধানী৷ ফলে হাই অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে৷
advertisement
3/7
ইতিমধ্যেই দেশের পশ্চিম প্রান্তে গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সক্রিয় রয়েছে পঙ্গপালের দল৷ যা নিয়ে আতঙ্ক বেড়েছে৷ সাধারণত জুন মাসে এদের দেখা মেলে রাজস্থানের পশ্চিম দিকে এবং গুজরাতে৷ তবে এবার অনেকটা আগেই তাদের দেখা মিলছে৷
advertisement
4/7
এদের থেকে ভয় কারণ এরা সব শস্য খেয়ে শেষ করতে পারে৷ আকারে অনেকটাই ছোট এই সব পঙ্গপাল তছনছ করে দেয় সবুজ এলাকা৷ তাই বাড়ছে চিন্তা৷
advertisement
5/7
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আবহওয়া পরিবর্তনের ফলে দেশে এদের আনাগোনা অনেকটাই বেড়েছে৷ যদিও এর আগে দেশে পঙ্গপাল আসলেও মে মাসে যেভাবে এরা ঢুকে পড়েছে ভারতে, তা আগে দেখা যায়নি৷
advertisement
6/7
বিভিন্ন রাজ্যে পঙ্গপাল নিয়ে লাল সতর্কতা জারি হয়েছে৷ প্রশ্ন উঠছে দেশের পূর্ব প্রান্ত নিয়ে৷ একেই আমফানে বিধ্বস্ত হয়েছে বাংলা, ওড়িশা৷ তার মধ্যে পঙ্গপাল হানা দিলে দুর্যোগের আর শেষ থাকবে না৷
advertisement
7/7
তবে বিশেষজ্ঞদের মত খানিকটা চিন্তা দূর করেছে৷ কারণ তাদের মতে পঙ্গপাল বালিমাটিতে ডিম পাড়ে৷ রাজস্থান, গুজরাত বা হরিয়ানায় ডিম পাড়ার জন্য আদর্শ জায়গা পায় তারা৷ তবে বাংলার মাটিতে ঠিকঠাক জায়গা পায় না তারা৷ তাই আশঙ্কাও কম থাকছে৷