TRENDING:

IMD Heatwave Alert: ভয়ঙ্কর গরম! গোটা দেশজুড়ে বইবে লু... বাংলা-বিহার-ওড়িশায় আরও ৫ দিন তাপপ্রবাহ

Last Updated:
তেলেঙ্গানার প্রায় ২০টি জেলা তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, মাহে এবং কেরালায় গরম বাড়বে।
advertisement
1/10
ভয়ঙ্কর গরম, গোটা দেশজুড়ে বইবে লু... বাংলা-বিহার-ওড়িশায় আরও ৫ দিন তাপপ্রবাহ
চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ পড়ে গিয়েছে। এই সময়েই সাধারণত কালবৈশাখী হয়। এবার তারও ব্যতিক্রম। তীব্র গরমে প্রাণান্তকর অবস্থা। গ্রাম থেকে শহর হাঁপাচ্ছে সবাই। জলের অভাবে কমছে ফলন।
advertisement
2/10
আরও কঠিন হবে পরিস্থিতি। শুধু বাংলা নয়, এবার দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কতা ২২ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং ওড়িশার কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হবে।
advertisement
3/10
পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার আগামী পাঁচ দিন তাপপ্রবাহ অনুভব করবে। ঝাড়খণ্ডের বাসিন্দারা ২৫-২৬ এপ্রিল তাপপ্রবাহের অসহনীয় জ্বালায় ভুগবেন। আজ ২২ এপ্রিল ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪০ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
advertisement
4/10
গোটা বাংলাজুড়ে অসহনীয় গরম। দারুণ অগ্নিবাণে পুড়ছে কলকাতা, দক্ষিণবঙ্গ। কালবৈশাখীর দেখা নেই। ছিটেফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছেন বঙ্গবাসী। দুপুরের তাপমাত্রা সমস্ত সীমা অতিক্রম করছে। রাত বাড়লে পারদ নামছে ঠিকই তবে তা খুবই কম।
advertisement
5/10
তেলেঙ্গানার প্রায় ২০টি জেলা তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৬ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, মাহে এবং কেরালায় গরম বাড়বে।
advertisement
6/10
২৫ এপ্রিল অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। দুই মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৭ ডিগ্রি অবধি বাড়তে পারে।
advertisement
7/10
কলকাতা-সহ বেশ কিছু জেলার জন্য সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত ফাঁকা হচ্ছে রাস্তাঘাট। নিউ মার্কেট এবং গড়িয়াহাট চত্বরও ফাঁকা। দহনজ্বালায় রাস্তায় কাকপক্ষীও নেই।
advertisement
8/10
বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ। ফলে আবার বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। ফলে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
9/10
আবহাওয়া অফিস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক অংশে তাপপ্রবাহ পূর্বাভাস দিয়েছে। ২৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার কয়েকটি স্থানে তাপপ্রবাহ তীব্র হতে পারে।
advertisement
10/10
উত্তাপ বাড়বে কলকাতা, হাওড়া, নদীয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায়। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। বেরলেও সেক্ষেত্রে সঙ্গে ছাতা, টুপি, রুমাল এবং জলের বোতল রাখা জরুরি!
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Heatwave Alert: ভয়ঙ্কর গরম! গোটা দেশজুড়ে বইবে লু... বাংলা-বিহার-ওড়িশায় আরও ৫ দিন তাপপ্রবাহ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল