advertisement
1/5

গরমে পুড়ছে কলকাতা। তাপমাত্রা বাড়ছে প্রতিদিন। মাঝে মধ্যেই একটু বৃষ্টি হলেই যেন স্বস্তি। photo source collected
advertisement
2/5
তবে এই সময় যদি একটু বরফ পড়তো! না কলকাতায় তার কোনও সম্ভাবনা নেই। কলকাতায় না হলেও মে মাসের এই সময়ে বরফ পড়ছে মানালিতে। photo source collected
advertisement
3/5
রোতাঙ্গ ও তার আশে পাশের এলাকায় আজ শিলাবৃষ্টি হয়। এই সব জায়গায় এই সময় পযর্টকরা ভিড় জমান। শিলাবৃষ্টি দেখে তাঁদের খুশি আরও বেড়ে যায়। photo source collected
advertisement
4/5
এতটাই শিলাবৃষ্টি হয় যে মাটি থেকে তা প্রায় তিন ইঞ্চি উঁচু হয়ে গিয়েছে। তবে এই বৃষ্টিতে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। photo source collected
advertisement
5/5
এমনিতেই মানালিতে ঠাণ্ডা কমার নাম নেয় না। তার ওপর এই হারে শিলাবৃষ্টির জেরে মানালিতে তাপমাত্রা আরও কমে যাবে। photo source collected