Golden Passport: গোল্ডেন পাসপোর্ট খুলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্যের স্বর্ণদ্বার; কেমন সুবিধা পাওয়া যায় এই বিশেষ পাসপোর্টে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Golden Passport Benefits: নির্দিষ্ট কিছু দেশের বিশেষ বিশেষ নাগরিকের জন্য এই পাসপোর্ট চালু করা হয়। এমনকী বিদেশি নাগরিকেরাও এই পাসপোর্টের মাধ্যমে ওই দেশের নাগরিক অধিকার অর্জন করতে পারেন। এর মাধ্যমে তাঁরা বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয়ের অধিকার অর্জন করে থাকেন।
advertisement
1/8

পাসপোর্ট এক বৈশ্বিক পরিচয়পত্র। যা কোনও দেশ তার নাগরিকের জন্য তৈরি করে দেয়। এর নানা ভাগ রয়েছে। তার মধ্যে সর্বোৎকৃষ্ট হল গোল্ডেন পাসপোর্ট। সকল নাগরিককে এই পাসপোর্টের অধিকার দেওয়া হয় না। এমনকী সব দেশ এই পাসপোর্ট দেয়ও না। নির্দিষ্ট কিছু দেশের বিশেষ বিশেষ নাগরিকের জন্য এই পাসপোর্ট চালু করা হয়। এমনকী বিদেশি নাগরিকেরাও এই পাসপোর্টের মাধ্যমে ওই দেশের নাগরিক অধিকার অর্জন করতে পারেন। এর মাধ্যমে তাঁরা বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয়ের অধিকার অর্জন করে থাকেন। Representative Image
advertisement
2/8
২০২২ সালের পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গোল্ডেন পাসপোর্টের জন্য যত আবেদন জমা হয়, তার ৯.৪ শতাংশ ভারত থেকে। আসলে ভারতীয় নাগরিকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। Representative Image
advertisement
3/8
ভারতীয় পাসপোর্ট থাকলে প্রায় ৬০টি দেশে ভিসা ছাড়াই ঢোকা যায়। কিন্তু সেন্ট কিটস, নেভিস বা অন্য ক্যারিবিয়ান দেশগুলির পাসপোর্টে প্রায় ১৫৭টি দেশে প্রবেশের অধিকার দেওয়া হয় না। এর মধ্যে ইউরোপিয় ইউনিয়ন ও গ্রেট ব্রিটেনের মতো দেশও রয়েছে। Representative Image
advertisement
4/8
ইউরোপের দেশগুলির মধ্যে জার্মানি, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালিতেও ব্যবসায়িক সুবিধা দেওয়া হয়ে থাকে। অন্য দিকে, চিনে বাণিজ্য করতে চাইলে ডোমিনিকা ও গ্রেনেডা পাসপোর্টে নানা সুবিধা পাওয়া যায়। Representative Image
advertisement
5/8
এই সব দেশে কর-মুক্ত পরিবেশ পাওয়া যায়। ‘গ্লোবাল ইনকাম’-এর ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। ক্যাপিটাল গেন, উপহার, সম্পত্তি, উত্তরাধিকারের ক্ষেত্রেও তাই। Representative Image
advertisement
6/8
সুইডিশ বা পর্তুগিজ পাসপোর্ট থাকলে মধ্য-প্রাচ্য এবং ইউরোপে বাণিজ্য করা সহজ হতে পারে। আবার কানাডার পাসপোর্ট খুলে দিতে পারে উত্তর আমেরিকার দরজা। দুবাই তো ব্যবসায়ীদের জন্য লোভনীয় বটেই। Representative Image
advertisement
7/8
এছাড়াও, এই ধরনের পাসপোর্ট থাকলে সারা বিশ্বে ব্যবসা সম্প্রসারণের কাজ অনেক সহজ হতে পারে। বিনিয়োগ বা ব্যবসা পরিচালনার কাজেও নানা দেশের সহায়তা মিলতে পারে। অর্থনৈতিক অস্থিরতার সময় ঝুঁকি অনেকটা কমে। Representative Image
advertisement
8/8
তবে যাঁদের সম্পত্তির পরিমাণ যথেষ্ট বেশি, শুধু তাঁরাই এই ব্যবস্থায় লাভবান হতে পারেন। যেমন ধরা যাক, তুরস্কের গোল্ডেন পাসপোর্টের কথা। ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে পণ্য আমদানি করার সময়, এই দেশ তার নাগরিকদের কর এবং শুল্ক ব্যবস্থায় বিশেষ সুবিধা দিয়ে থাকে। তাই নির্দিষ্ট দেশ এবং ব্যবসার ধরনের উপর নির্ভর করেই এই পাসপোর্টের কথা ভাবা উচিত। আসলে এই গোল্ডেন পাসপোর্ট সারা বিশ্বের বাজার খুঁজে বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। Representative Image